Chanditala Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘পথের কাঁটা’, স্ত্রীকে মেরে পুঁতে দিল ব্যক্তি
Hooghly: দেহ পুঁতে রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, স্ত্রী-র দেহ পুঁতে রাখার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চণ্ডীতলা থানার নবাবপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড় গ্রামে।
চণ্ডীতলা: পাঁচদিন ধরে নিখোঁজ মহিলা। শেষমেশ বাড়ি থেকে কয়েক কিমি দূরে খোঁজ মিলল তাঁর। ওই মহিলাকে পুঁতে রাখার অভিযোগে আটক স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ‘পথের কাঁটা’ স্ত্রীকে খুন করেছেন স্বামী, এমনই অভিযোগ মৃতার পরিবারের। দেহ পুঁতে রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, স্ত্রী-র দেহ পুঁতে রাখার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চণ্ডীতলা থানার নবাবপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড় গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম ছায়া পোড়েল (৪৫)। স্বামী মহন্ত পোড়েল। চাষবাস করেই সংসার চালাতেন তিনি। তাঁদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান আছে। সূত্রের খবর, গত বুধবার থেকে ছায়া পোড়েলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মর্মে চণ্ডীতলা থানায় শুক্রবার নিখোঁজ ডায়েরি করা হয় বাবার বাড়ির পরিবারের তরফে থেকে।
আজ সকালে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ছায়ার বাড়িতে আসেন বাপের বাড়ির আত্মীয় স্বজন। সকলের সামনেই মহন্ত পোড়েল স্বীকার করেন যে স্ত্রীকে মেরে পুঁতে দিয়েছেন। এরপরই খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। পুলিশ এসে মহন্ত পোড়েলকে আটক করে। এবং পুলিশি জেরায় স্ত্রীকে মেরে পুঁতে রাখার স্থান জানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মৃত ছায়া পোড়েলের বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহন্ত পোড়েল। সেই কারণেই মহন্ত তাঁর নিজের স্ত্রীকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করে। এখনও পযন্ত দেহ উদ্ধার করা হয়নি,পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।