Lover Suicide: ২২ দিনের প্রেম, দুই বাড়ি থেকে না মানায় ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুগলের

Hooghly: উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বছর উনিশের স্নেহা খাতুনের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা বছর সাতাশের যুবক মহম্মদ মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Lover Suicide: ২২ দিনের প্রেম, দুই বাড়ি থেকে না মানায় ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুগলের
স্নেহা খাতুন ও মুক্তার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 3:01 PM

হুগলি: ভালবাসার সম্পর্ক ছিল ওদের। তবে দুই পরিবারের মধ্যে জানাজানি হতেই সমস্যার সূচনা। না ছেলেটির বাড়ি থেকে, না মেয়েটির বাড়ি থেকে কেউ-কাউকে মেনে নিতে পারছিলেন না। সেই অশান্তি থেকে মুক্তি পেতে শেষমেশ চরম পথ বেছে নিলেন যুগল। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। তবে প্রেমিকা বেঁচে গেলেও এখনও নিখোঁজ প্রেমিক।

উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বছর উনিশের স্নেহা খাতুনের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা বছর সাতাশের যুবক মহম্মদ মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তা মেনে নেয়নি উভয় পরিবার। সূত্রের খবর, এর জেরে নিত্যদিনই অশান্তি লেগে থাকত। এরপরই হুগলি নদীর জুবিলী ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুগল।

মেয়েটিকে চুঁচুড়া তামলিপাড়া ঘাটে গঙ্গায় কঁচুরিপানার ধরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মেয়েটি। যদিও এখনো পর্যন্ত প্রেমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি। গঙ্গায় স্পিড বোট নিয়ে প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। ছেলেটির দাদা বলেন, “ওদের দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। তবে বাড়ি থেকে মেনে নেয়নি। সেই কারণে গঙ্গা থেকে ঝাঁপ মারে দু’জন। মেয়েটিকে পাওয়া গেলেও আমার ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।”