Kalyan Banerjee: ‘ওর অত বড় মন আছে নাকি যে…’, দীপ্সিতাকে এ কী বললেন কল্যাণ
Kalyan Banerjee: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ বলেন, "লোকই নেই। জেএনইউ-তে নাচলে পরে এখানে লোক হয় না। কোথাও কোনও ঝামেলা নেই। ভোট যা হচ্ছে, তা ওর ফেভারে ভোট পড়ছে না।"
হুগলি: পঞ্চম দফায় শ্রীরামপুরে রণংদেহী মেজাজে দেখা গিয়েছে দীপ্সিতা ধরকে। সিপিএমের প্রার্থী এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরেছেন। তবে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিপিএমের কোনও লোককেই দেখা যায়নি এলাকায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপ্সিতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘জেএনইউ-তে নাচলে এখানে লোক হয় না।’ শুধু তাই নয়, সিপিএমে কোনও ভাল লোক বা ভদ্রলোক নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ বলেন, “লোকই নেই। জেএনইউ-তে নাচলে পরে এখানে লোক হয় না। কোথাও কোনও ঝামেলা নেই। ভোট যা হচ্ছে, তা ওর ফেভারে ভোট পড়ছে না।” শান্তিপূর্ণ নির্বাচন চলছে বলেও দাবি করেন তিনি।
দীপ্সিতা কাকে ভোট দিলেন? এই প্রশ্নের জবাবে কল্যাণ বলেন, “নিজেকে তো নিজে ভোট দেবেই। নিজেকে ভোট দেবে না তো আর কী করবে? ওর অত বড় মন আছে নাকি? যে নিজেকে ছেড়ে দিয়ে আমাকে ভোট দেবে।”
কল্যাণ আরও দাবি করেন, জাঙ্গিপাড়ায় সকাল থেকে পড়েছিলেন তিনি। সেখানে সিপিএম গণ্ডগোল করতে গিয়েছিল বলেও দাবি করেন তিনি। বলেন, “সেলিম বড় গুণ্ডা। মুর্শিদাবাদে পারেনি, এখানে ছকবাজি করতে এসেছিল। সিপিএমে কোনও ভদ্রলোক থাকে না।” সিপিএম ঘুমিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন কল্যাণ।
এদিন দীপ্সিতা অভিযোগ জানান, সিপিএমের এজেন্টকে জামা ছিঁড়ে, চুলের মুঠি ধরে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরই বুথে পৌঁছে যান তিনি।