Robbery: গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বাড়ি থেকে নিয়ে গেল ১ কেজিরও বেশি সোনা ও লক্ষাধিক টাকা
Kahanakul: জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খানাকুলের মাড়োখানা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত মণ্ডলের বাড়ি হানা দেয় বেশ কয়েকজন ডাকাতের একটি দল।
খানাকুল: আবারও বড় সড় ডাকাতির ঘটনা ঘটল খানাকুলে। এবার খানাকুলের মাড়োখানা অঞ্চলের সুন্দরপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির কর্তাকে বেঁধে রেখে, নয় বছরের নাবালিকার গলায় ছুরি ধরে নগদ চার লক্ষ টাকা ও এক কেজি ২০০ গ্রামের মতো সোনার গহনা নিয়ে চম্পট দিল ডাকাতের দল। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল খানাকুল থানার পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খানাকুলের মাড়োখানা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত মণ্ডলের বাড়ি হানা দেয় বেশ কয়েকজন ডাকাতের একটি দল। বাড়িতে ঢুকে প্রথমেই বৃদ্ধ প্রশান্তকে মারধর করে বেঁধে রেখে দেওয়া হয়। এর পর তাঁর ৯ বছরের নাতনির গলায় ধারালো ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা। প্রশান্তের স্ত্রীকে নিয়ে গিয়ে কোথায় সোনা দানা, টাকা পয়সা আছে দেখাতে বলে। প্রশান্তর স্ত্রী প্রাণ ভয়ে আলমারি খুলে দেয়। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এর পরে ডাকাতের দল নগদ চার লক্ষ নগদ টাকা ও এক কেজি দু’শো গ্রামের মত সোনার গহনা নিয়ে ফের মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার সময় প্রশান্তর ছেলে প্রবীর বাড়িতে ছিলেন না। তিনি বেঙ্গালুরুতে আছেন। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে তাঁদের সোনার শো-রুম আছে। এদিকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবারই দিনের বেলায় ডানকুনিতে একটি নামী কোম্পানীর সোনার শো-রুমে ডাকাতি করে দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ তা এদিন রাতেই নাকা চেকিং এর সময়ে দুষ্কৃতীদের পাকড়াও করে বাঁকুড়া-হুগলি সীমানাবর্তী এলাকার খাটুলে। তাঁদের কাছ থেকে প্রচুর সোনা ও আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতে ফের বড় সড় ডাকাতির ঘটনা ঘটে গেল খানাকুলের মাড়োখানা এলাকায়। এমনিতেই মাড়োখানার এই এলাকা একেবারেই প্রত্যন্ত এলাকায় অবস্থিত। লোকজনও সেই ভাবে দেখা যায় না। দুপুরে এলাকা ফাঁকাই থাকে। আর সন্ধ্যার পর এলাকা একে বারেই ফাঁকা হয়ে যায়। পুলিশও আসে না বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা ঘিরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।