Arambag: পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন পুরপ্রশাসক, করোনা নিয়ে প্রচার করলেন সচেতনতা
Corona: পাশাপাশি শহরের পথে অসচেতন মানুষজনদের যাঁরা মাস্ক পরেননি তাঁদের সচেতন করতে মাস্ক পরাচ্ছেন পুর প্রশাসক স্বপন নন্দি নিজেই।
আরামবাগ: ঠিক যেন এক বছর আগের পরিস্থিতি। ফের সেই কনটেইনমেন্ট জ়োন, সচেতনতার প্রচার, আরও কত কিছু । পুজো শেষ। কিন্তু নতুন করে ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ। দেশে গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যে ক্রমেই চিন্তা ধরাচ্ছে মারণ সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের রাতের বিধিনিষেধের উপর জোর দিয়েছে রাজ্য প্রশাসন। কড়া হাতে কনটেইনমেন্ট জ়োনের (Containment Zone) নির্দেশ মুখ্যসচিবের। রাজ্য জুড়ে অনেকগুলি জায়গায় কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। বাদ পড়নি আরামবাগ পৌরসভা। চারটি ওয়ার্ডকে ইতিমধ্যে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে।
আর সেই জেরেই শহরের এসব ওয়ার্ড এলাকায় সকাল থেকেই স্যানিটাইজ় করা শুরু করে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। পথে নেমেছেন স্বয়ং পুরপ্রশাসক। তারই নির্দেশে ওয়ার্ড এলাকা সহ বিভিন্ন স্থানগুলি স্যানিটাইজ় করা হচ্ছে।পাশাপাশি শহরের পথে অসচেতন মানুষজনদের যাঁরা মাস্ক পরেননি তাঁদের সচেতন করতে মাস্ক পরাচ্ছেন পুর প্রশাসক স্বপন নন্দি নিজেই। মাস্ক পরানোর পাশাপাশি তাদের সচেতন করছেন যাতে এর পরে আর মাস্ক পরতে যেন ভুল না হয়।
এই বিষয়ে স্বপনবাবু বলেন,” মাননিয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আরামবাগ পৌরসভাতেও চারটি কনটেইনমেন্ট জ়োন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্য়েই বলেছেন, প্রতিটি জায়গা স্যানিটাইজ় করতে,মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা জানিয়েছেন। আর তার কথা মতোই আমরা এগিয়ে চলেছি। প্রতিটি জায়গা স্যানিটাইজ় করছি। পাশাপাশি মানুষকে মাস্ক পরার জন্য সচেতন করছি।”
আরামবাগ পৌরসভা সূত্রে খবর, আরামবাগের ১, ৩,১৩ ও ১৯ নম্বর ওয়ার্ড কনটেইনমেন্ট জ়োন (Containment Zone) ঘোষণা করা হয়েছে। উত্সব শেষের পর থেকেই আরামবাগ পৌরসভায় কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। যার ফলে ওই চারটি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করতে বাধ্য হয়েছে পৌর প্রশাসন। অন্যদিকে, পুরশুঁড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য ওষুধের দোকান ও মুদির দোকান খোলা থাকবে। বাজার-দোকান খোলা যাবে না। চলবে না কোনও জমায়েত। বাইরের কোনও লোকও এলাকায় প্রবেশ করতে পারবেন না। এলাকায় পুলিশি টহলদারি চলবে।
শুধু আরামবাগই নয়, গোটা হুগলি (Hooghly) জেলা জুড়েই একাধিক এলাকায় কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। ১২ টি ব্লকের ২৬ টি গ্রামপঞ্চায়েতের ৭ টি পুরসভার ৩০ টি ওয়ার্ড, চন্দননগর পুরসভার (Chandannagar) ২০ টি ওয়ার্ড এবং উত্তরপাড়ার কিছু অংশে কনটেইনমেন্ট জ়োন বলে ঘোষণা করা হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে যে জমায়েত তাতেও রাশ টানতে উদ্যোগী জেলা প্রশাসন।
আরও পড়ুন: Child harassment: কোলের শিশুকে ধর্ষণ! মুখ বন্ধে পরিবারকে ‘অল্প কিছু’ দেওয়ার নিদান