Dankuni BJP Rally: ডানকুনিতে সুকান্তের নেতৃত্ব বিজেপির বাইক মিছিল আটকে দিল পুলিশ, এলাকায় উত্তেজনা
বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার বাইক মিছিল বের হয়। বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। ডানকুনি মৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। সেখান থেকে জোমজুড় থানা অবধি মিছিল হওয়ার কথা ছিল।
ডানকুনি: হুগলি জেলার ডানকুনিতে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার বাইক মিছিল বের হয়। বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। ডানকুনি মৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। সেখান থেকে জোমজুড় থানা অবধি মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির বাইক মিছিল ডানকুনি হাউসিং মোড়ে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার।
মূলত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে এই বাইক মিছিলের আয়োজন করেছিল বিজেপির যুব মোর্চা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। কিন্তু লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির।
পুলিশ অনুমতি না দিলেও নির্দিষ্ট কর্মসূচি মেনে বাইক মিছিল করে বিজেপি। কিন্তু ডানকুনি হাউসিং মোড়ে সে মিছিল আটকে দেয় পুলিশ। এতেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। বিজেপি কর্মীরা রীতিমতো বসে পড়েন সেখানে। পথ অবরুদ্ধ হয়ে পড়ে। কিন্তু কিছুতেই বিজেপির মিছিল এগোেতে দেয়নি পুলিশ। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর সেখান থেকে চলে আসেন সুকান্ত মজুমদার। এন নিয়ে তিনি বলেছেন, “আমরা পুলিশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হই। যে পুলিশ আক্রমন করেছে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আশ্বাস দিতে আমরা অবরোধ তুলি। আগামী দিনে পুলিশ ব্যবস্থা না নিলে থানা সিপি অফিস ঘেরাও হবে।”