Singur Controversy: ‘কারা যেন রটিয়েছে…’ ভেড়ি-বিতর্কে সিঙ্গুরে বদলে গেল প্রকল্পের নাম!

Hooghly: সরকারি বোর্ড লাগিয়ে আত্মিক প্রকল্পের মাধ্যমে তৈরি করা হচ্ছে জলাশয় যা কিনা চাষ আবাদ করতে সহায়ক হবে বলে জানা গিয়েছে সিঙ্গুর ব্লক প্রশাসনের তরফ থেকে

Singur Controversy: 'কারা যেন রটিয়েছে...' ভেড়ি-বিতর্কে সিঙ্গুরে বদলে গেল প্রকল্পের নাম!
যন্ত্র দিয়ে চলছে খনন কাজ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 2:44 PM

হুগলি: সিঙ্গুরে (Singur) যে জমিতে টাটারা কারখানা (Tata Nano Singur controversy) করবে বলেছিল, সে জমিতে এখন মাছের ভেড়ি তৈরি হচ্ছে। মাটি কাটার কাজ চলছে আপাতত। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই তরজার রেশ যখন অব্যাহত, তখন ফের আরও একটি নতুন বিতর্ক সেই ভেড়িকে কেন্দ্র করেই। আচমকাই বদলে গেল প্রকল্পের নাম! সরকারি বোর্ড লাগিয়ে আত্মিক প্রকল্পের মাধ্যমে তৈরি করা হচ্ছে জলাশয় যা কিনা চাষ আবাদ করতে সহায়ক হবে বলে জানা গিয়েছে সিঙ্গুর ব্লক প্রশাসনের তরফ থেকে। সিঙ্গুরের গোপালনগরে  যন্ত্র দিয়ে মাটি খোঁড়াকে কেন্দ্র ক‍রে যে বিতর্ক শুরু হয়েছে সেই জমির সামনে এবার সরকারী  ব‍্যানার লাগিয়ে প্রকল্পের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। তাহলে কি মাছের ভেড়ি তৈরি হবে না?

বিতর্ক কোথায়? রাজ্য সরকারের তরফে লাগানো ব্যানারে প্রকল্পটির বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে,  এটি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অধীন। WBADMIP(West Bengal accelerated development of minor irrigation project) নামে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জল ধারণ করার একটি কাঠামো তৈরি করা হবে। সিঙ্গুর ব্লকে গোপাল নগর, খাসেরভেড়ি, সিংহের ভেড়ি, তিলভোমরাতে মোট চারটি এই ধরনের প্রকল্প হবে। যার মধ্যে গোপাল নগরে বনমালী মাইতির  প্রায় ১০বিঘা জমিতে মাটি খোঁড়ার কাজ ইতিমধ‍্যেই  শুরু হয়েছে।

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ দুধকুমার ধারার কথায়,  “আমরা প্রথম থেকেই বলে এসেছি এখানে আত্মিক প্রকল্পের মাধ্যমে জলাশয় তৈরি করা হচ্ছে। কেউ বা কারা এটা ভেড়ি বলে রটিয়েছে। এই যে জলাশয় তৈরি করা হচ্ছে চাষিরা চাষের জল পাবেন এবং ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হবে।  যা চাষিদের চাষের কাজে ব্যবহৃত হবে। যেহেতু এখানে নলকূপ করে জল তোলা নিষিদ্ধ করা হয়েছে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, জলাশয়ে মাছ চাষ করতে পারবেন চাষিরা। সরকারি সহযোগিতাতেই মাছের চাষ করতে পারবেন চাষিরা।”

স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের মন্তব্য, “কারখানা থেকে চাষের জমির পরিকল্পনা বাতিল করে এখন সেখানে বলা হচ্ছে মাছের ভেড়ি হবে। তারপর সেই কাজ শুরু হলে দাবি করা হচ্ছে, মাছের ভেড়ি নয়, চাষের জন্যই মাটি খোঁড়া হচ্ছে। যাদের ইচ্ছা হবে মাছ চাষও করতে পারবে। এটা কেমন প্রকল্প?”

বিজেপির আরও দাবি, সরকারেরর তরফেই আগে বলা হয়েছিল, এই জমিতে চাষ করা হবে না। তাই মাছের ভেড়ি তৈরি করা হবে। কিন্তু, তা না হয়ে, এখন বলা হচ্ছে, মাছের ভেড়ির জন্য জমি তৈরি হচ্ছে না। চাষের সুবিধার জন্য জলাশয় খোঁড়া হচ্ছে। সরকার কার্যত সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বলেও অভিযোগ পদ্ম শিবিরের।

সিঙ্গুরে টাটাদের প্রস্তবিত কারখানার জন্য যে জমি, সেখানেই মাছ চাষের ভেড়ি তৈরি করার উদ্যোগ নিয়েছেন চাষিরা। আর তাতে সমস্ত রকম সহযোগিতা করছে রাজ্য সরকার। সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধারার কথায়, পুকুর খনন থেকে শুরু করে আগামী তিন বছরের জন্য মাছের চারা, মাছের প্রয়োজনীয় খাবার, সার, ঔষধ বিনামূল্যে দেবে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, যেসব চাষিদের তিন বিঘার উপর জমি আছে, তাঁরা এই আবেদন করলে মাছ চাষের জন্য সমস্ত সুবিধা পাবেন। জেলার অ্যাগ্রো ইরিগেশন দফতরের উদ্যোগে একটি কমিটিও গঠন করা হবে চাষিদের নিয়ে। একইসঙ্গে জল ধরো, জল ভরো প্রকল্পও সমান্তরালভাবে চলবে।

কার্যত, সিঙ্গুর নিয়ে বিতর্কের অন্ত নেই। একদা বঙ্গ রাজনীতির আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্রে এমন আচমকা বদলে কার্যত তোপ দাগছে বিরোধীরা। কিছুদিন আগেই এই নিয়ে মুখ খুলেছিলেন দিলীপ। বলেছিলেন, কারখানার স্বপ্ন শেষ করে সে জমিতে ভেড়ি বানাতে উৎসাহ দিচ্ছে সরকার। দিলীপ ঘোষের বক্তব্য, ভেড়ি যেখানে চলার কথা সেখানে লুঠ হয়ে যাচ্ছে। আর যেখানে তিন ফসলি, চার ফসলি জমি সেখানে কি না ভেড়ির স্বপ্ন দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের তরফে নতুন করে হোর্ডিং দেওয়াকে কেন্দ্র করে ফের বিতর্ক শুরু হয়েছে সিঙ্গুরে।

আরও পড়ুন:  Mamata Banerjee in Netaji Indoor Stadium: রাজ্যের কোভিড পরিস্থিতি কী? বিশেষ নজর জেলায়, বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে