Suvendu Adhikari on Left front: বিজেপি-র নবান্ন অভিযানে ‘বন্ধু’ বামেদের যোগ দেওয়ার আবেদন শুভেন্দুর
Pandua: শুভেন্দু বলেন, 'সিজিও-তে গিয়ে লাভ নেই বামপন্থী বন্ধুরা। যেতে যদি সত্যি চান, আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন।'
হুগলি: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। তার আগেই নেতাদের গরমাগরম বক্তব্যে পারদ চড়ছে ক্রমশ। রবিবার হুগলিতে রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করতে শোনা যায় তাঁর গলায়। লাগাতার হয়ে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি। পাশাপাশি তাঁদের নবান্ন অভিযানে বামেদের যোগ দেওয়ারও ডাক দেন বিজেপি নেতা।
বামেদের উদ্দেশে তিনি বলেন, ‘সিপিএম গিয়েছিল সিজিও-তে (CGO)। ইডি আর সিবিআই সেখানে বসে। আরে ইডি ছিল বলেই তো লাল-লাল বান্ডিলে মোড়া টাকাগুলো দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। সিজিও-তে গিয়ে লাভ নেই বামপন্থী বন্ধুরা। যেতে যদি সত্যি চান, আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন।’
বস্তুত, শুক্রবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর লালে লাল হয়ে ছিল শহরের রাজপথ। ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে কম্পপ্লেক্স অভিযানে নামে তারা। চলে মিছিল। যদিও পুলিশি অনুমতি ছাড়াই মিছিলে অংশগ্রহণ করে বামেরা। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার কেলেঙ্কারির তদন্তে গ্রেফতার হওয়া তৃণমূলের হেভিওয়েট নেতাদের তদন্ত প্রক্রিয়া দ্রুত করার দাবিতে পথে নেমেছিলেন বাম সমর্থকরা। পাশাপাশি যাঁরা-যাঁরা এখনও অধরা তাঁদেরকে দ্রুত গ্রেফতার করার দাবিও তুলেছিলেন তাঁরা।
এ দিনের মিছিল নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এখন বামপন্থীরাই রাস্তায়।গত দশ-বারো বছর ধরে বামপন্থীরা ছাড়া কারা রয়েছেন রাস্তায়? তৃণমূল আর বিজেপি সরকার একমাত্র বামপন্থীদের ভয় পায়। এখনও ওদের জানা নেই কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া। টের পাবে এবার।’ এরপর তিনি বলেন, ‘রাজ্য সরকার এত ভয় পাচ্ছে কেন জানি না। আজকে আমরা সিজিও কম্পপ্লেক্সে যাচ্ছি। সিবিআই ইডির কাছে দাবি রাখতে কিন্তু রাজ্য সরকার কেন এতে ভয় পাচ্ছে?’
আগামীকাল দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পদ্ম শিবিরও। সেই অভিযানেই বামেদের পাশে চাইলেন শুভেন্দু।