Suvendu Adhikari: ১ ডিসেম্বর শুভেন্দু ‘সোনার টুকরো ছেলে’, আর ৩ তারিখেই বেরল সেই চিঠি? বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari on Saradha Scam: শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলে থাকাকালীন কোনও অভিযোগ সামনে আসেনি। আর বিজেপিতে যোগ দেওয়ার পরই সারদা-কাণ্ডে জড়িয়ে যায় তাঁর নাম।

Suvendu Adhikari: ১ ডিসেম্বর শুভেন্দু 'সোনার টুকরো ছেলে', আর ৩ তারিখেই বেরল সেই চিঠি? বিস্ফোরক শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 11:49 AM

কলকাতা : সারদা-কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগ ঘিরে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, এ কথা বলার জন্য নাকি চাপ দেওয়া হচ্ছে দেবযানীকে। এমন অভিযোগ সামনে আসার পর ফের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর দাবি, যতদিন তিনি তৃণমূলে ছিলেন, ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ সামনে আসেনি। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সারদা নিয়ে অভিযোগ সামনে আসতে শুরু করেছে বলে দাবি তাঁর।

বৃহস্পতিবার হুগলির তারকেশ্বরের একটি জনসভা থেকে একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। তিনি জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর তিনি শ্যামবাজারে তৃণমূলের একটি বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কথায়, ‘সে দিন শুভেন্দু ছিল সোনার টুকরো, হীরের ছেলে।’ এরপরই নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘যেই বলে দিয়েছি চোরেদের সঙ্গে থাকব না, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকব না, তারপরই ৩ ডিসেম্বর চিঠি প্রকাশ করে বলা হল, শুভেন্দু অধিকারী, বিমান বসু সুজন চক্রবর্তী আর অধীর চৌধুরীরা টাকা নিয়েছেন।’

শুভেন্দু আরও জানান, ওই বছরের ৮ ডিসেম্বর সিবিআই-কে একটি চিঠি লিখেছিলেন তিনি। সেখানে তিনি দাবি করেছিলেন, তৃণমূল নেতৃত্ব সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লিখিয়েছে। এরপরই দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগের কথা উল্লেখ করেন তিনি।

দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় দাবি করেছেন, গত মাসের শেষের দিকে সিআইডির একটি দল সংশোধনাগারে গিয়েছিল। তারাই  দেবযানীকে চাপ দেয় যাতে বলা হয়, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। দেবযানীর মায়ের দাবি, এমন কোনও ঘটনা তাঁর সামনে হয়নি বলেই দাবি করছেন দেবযানী।