Accident: ওভারটেকের ফল! বাইক থেকে ছিটকে সোজা রাস্তায়, তারপর…
Hooghly Accident: পুলিশ সূত্রে খবর, কালনা থানার ধাত্রীগ্রাম এর বাসিন্দা পল্লব সাহা একটি বাইকে ছিলেন। অপরদিকে হুগলির পান্ডুয়ার থৈপাড়ার বাসিন্দা প্রশান্ত হাঁসদা ও বাবুরাম হাঁসদা দু'জন অপর একটি বাইকে ছিলেন।
হুগলি: বড়সড় দুর্ঘটনার মুখ থেকে বাঁচলেন তিনজন। একটি চারচাকা গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুটি বাইকের সংঘর্ষে আহত তিন।সোমবার ঘটনাটি ঘটে পান্ডুয়ার বৈঁচি কোঁচমালি এলাকায়।
পুলিশ সূত্রে খবর, কালনা থানার ধাত্রীগ্রাম এর বাসিন্দা পল্লব সাহা একটি বাইকে ছিলেন। অপরদিকে হুগলির পান্ডুয়ার থৈপাড়ার বাসিন্দা প্রশান্ত হাঁসদা ও বাবুরাম হাঁসদা দু’জন অপর একটি বাইকে ছিলেন। এরপর কোঁচমালি কাছে একটি চারচাকা গাড়িকে ওভারটেক করতে গেলেই বিপত্তি বাধে। দু’টি বাইকের সংঘর্ষ ঘটে। এর জেরেই তাতেই গুরুতর আহত হন তিনজন। রাস্তার উপরে ছিটকে পড়েন তাঁরা। দুমড়ে-মুছড়ে যায় তাঁদের বাইক।
জানা গিয়েছে, বাবুরামের মাথায় ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। অপরদিকে, পল্লব সাহার মুখে ও পায়ে আঘাত লেগেছে। প্রশান্ত হঁসদারও মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তিনজনকেই পান্ডুয়া থানার পুলিশ উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে অবস্থার অবনতি হলে তিন জনকেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।