Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC inner clash: টোল থেকে টাকা তুলে সম্পত্তি বাড়াচ্ছে! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামল তৃণমূলই

TMC inner clash: টোলের কর্মীদের প্রভাব খাটিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

TMC inner clash: টোল থেকে টাকা তুলে সম্পত্তি বাড়াচ্ছে! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামল তৃণমূলই
ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2022 | 8:26 PM

হুগলি : প্রভাব খাটিয়ে শ্রমিকদের অনৈতিকভাবে বের করে দেওয়া হচ্ছে। টোল থেকে অবৈধ ভাবে টাকাও তোলা হচ্ছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পথে নামলেন তৃণমূলেরই কর্মীরা। তাঁদের দাবি, প্রয়োজনে শীর্ষ স্তরের নেতাদের এই অভিযোগ জানাবেন তাঁরা। এই অভিযোগেই মঙ্গলবার সকালে উত্তাল হয় ডানকুনি পুরসভা এলাকার।

ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল এ দিন ছিলেন বিক্ষোভের নেতৃত্বে। তাঁর সঙ্গে ছিলেন এলাকার বহু তৃণমূল কর্মী। বিক্ষোভ শুরু হওয়ার পরই তাঁদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। ডানকুনি টোলপ্লাজার শ্রমিক সংগঠনের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। টোল প্লাজায় দুর্নীতি হচ্ছে বলে দলেরই নেতাদের বিরুদ্ধে অভিযোহ বিক্ষোভকারীদের। পরে কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় ডানকুনি থানার পুলিশ।

ডানকুনি টোলপ্লাজায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সম্পাদক নিসার আলি মল্লিকের বিরুদ্ধেই মূল অভিযোগ। কাউন্সিলর হাসান মণ্ডল এ দিন বলেন, ‘উনি আদৌ তৃণমূল করেন কি না, আমার জানা নেই। তৃণমূল করলে দলের কর্মীদের এ ভাবে রোজগার বন্ধ করে দিতে পারতেন না।’ তিনি জানান, প্রয়োজনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ অভিযোগ জানাতে যাবেন তাঁরা। তাঁর দাবি, টাকা আর সম্পত্তি ছাড়া কিছুই বোঝেন না শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বিশাল সম্পত্তির মালিক বলেও দাবি করেছেন ওই কাউন্সিলর।

এ দিকে, নিসার আলি মল্লিক সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান এই বিক্ষোভের বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এদের মধ্যে এখন গৃহযুদ্ধ লেগে গিয়েছে।’ তাঁর দাবি, একদল বিপুল সম্পত্তি করে নিয়েছে, অন্যরা কিছুই পায়নি, তাঁরাই এখন বিক্ষোভ দেখাচ্ছেন। এ ভাবেই দলটা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে,’সিপিএম নেতা মানিক সরকার এ প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ করে বলেন, লুঠের টাকা কাদের কাছে থাকবে, এই নিয়ে তৃণমূলের দু পক্ষের মধ্যে লড়াই চলছে। শ্রমিকদের নিয়ে এদের কোনও চিন্তা নেই।’