Chandannagar: ‘কাজের চাপ দেন’, তরুণী অ্যাসিসট্যান্ট ম্যানেজারের সঙ্গে হাড়হিম করা কাণ্ড ক্যাশিয়ারের
Hoogly News: ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এক কর্মী জানান, তিনি ব্যাঙ্কে ঢোকার পরই অভিযুক্ত হিসাব রক্ষক বুদ্ধদেবের কাছে একটি কাটারি দেখতে পান।
হুগলি: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ভিতর বৃহস্পতিবার ধুন্ধুমারকাণ্ড। ব্যাঙ্কের মহিলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারির কোপ মারার অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে কানাঘুষো শোনা গিয়েছে, কাজের অতিরিক্ত চাপ দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তা নিয়েই ক্যাশিয়ারের সঙ্গে ঝামেলা। তবে তার জন্যই ধারাল অস্ত্র নিয়ে কোপ বসিয়ে দিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডলকে।
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ব্যাঙ্কের মধ্যে এই ঘটনা ঘটে। কাটারির আঘাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কান ও মাথার পিছনের দিক কেটে যায়। আহত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বয়স ৩২ বছর। এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি পঞ্চাশোর্ধ্ব। আহত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় চন্দনগর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা হয়।
পুরনো কোনও রাগ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন সহকর্মীরা। ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এক কর্মী জানান, তিনি ব্যাঙ্কে ঢোকার পরই অভিযুক্ত হিসাব রক্ষক বুদ্ধদেবের কাছে একটি কাটারি দেখতে পান। তবে কেন এই কাটারি তাঁর কাছে, তা নিয়ে কিছু জানতে চাননি। এরপরই বিকেলে এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কাজের চাপ নিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ক্যাশিয়ারের মধ্যে একটা রাগারাগি চলছিল। তার জেরে এমনটা ঘটল কি না তা নিশ্চিত না হলেও এই দিকটিও খোলা রেখেই চলছে তদন্ত। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চন্দননগর থানার পুলিশ তদন্তে নামে। আটক করা হয় বুদ্ধদেব মণ্ডলকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় বুদ্ধদেব জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাঁকে অতিরিক্ত কাজের চাপ দিচ্ছিলেন। সে কারণেই তাঁর মাথায় রাগ চেপে যায়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারও করা হয় তাঁকে। বুদ্ধদেব চন্দনগরেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাড়ি ব্যারাকপুরে। পরিবার জানিয়েছে, একটু স্থিতিশীল হলে কলকাতায় নিয়ে যাওয়া হবে ওই যুবতীকে।