Bengal Panchayat Election: বিজেপি প্রার্থীর ফ্লেক্স-ফেস্টুন ছিঁড়ে মাটিতে, তৃণমূলের দিকেই আঙুল বিরোধীদের
West Bengal Panchayat Polls: বালিগরির ৩৬ নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী বাপ্পাদিত্য ঘোড়ুই। তাঁর সমর্থনে ব্যানার, ফ্লেক্স লাগানো হয়েছিল এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেগুলি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে।
হুগলি: ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনীতির উত্তাপ। এবার বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। উত্তেজনা তারকেশ্বরের বালিগরি এলাকায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির। তাদের দাবি, বিজেপিকে দমাতে এসব করা হচ্ছে। তৃণমূল ভয় পাচ্ছে বলেও দাবি জেলা বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় থানায় অভিযোগ জানানোর কথাও বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিমান ঘোষ।
বালিগরির ৩৬ নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী বাপ্পাদিত্য ঘোড়ুই। তাঁর সমর্থনে ব্যানার, ফ্লেক্স লাগানো হয়েছিল এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেগুলি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তারকেশ্বরের বালিগরি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিমান ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের কিছু দুষ্কৃতী ফেস্টুন, হোর্ডিং ছিঁড়ে ফেলে দিয়েছে। হেরে যাওয়ার ভয়ে ওরা এসব করছে। এলাকায় জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে। তবে ওদের জানা নেই আমাদের কর্মীরা শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত ময়দানে থাকবে। এসব করে কিছু করতে পারবে না। থানায় জানাব আমরা। আইনি পথে যা যা করার সেটা বিজেপি করবে, পথে নেমে যা করার বিজেপি করবে। জায়গা ছাড়ার কোনও প্রশ্নই নেই।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কার ব্যানার, “কারা ছিঁড়ে ফেলে দিয়েছে তা দেখা তাঁদের কাজ নয়। বরং তিনি এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছেন। তাঁর কথায়, “আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সবটাই খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমাদের তো মনে হচ্ছে এসব ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা এর ব্যাপারে বলতে পারব না। মানুষ উন্নয়নের দিকে ভোট দেবে বুঝতেই পারছি। কারণ, প্রচারে গিয়ে দেখছি, সকলেই দিদিকে চাইছেন।”