Attempt to Suicide: আত্মহত্যার করতে শেওড়াফুলিতে গঙ্গায় ঝাঁপ, স্থানীয় যুবকের চেষ্টাতেই প্রাণ বাঁচল তরুণীর

Attempt of Suicide: পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম মৌমিতা মাঝি। বাড়ি উত্তরপাড়ার মাখনাতে। তবে কেন তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে জিজ্ঞাসবাদ করা হলে তিনি কিছুই বলতে চাননি।

Attempt to Suicide: আত্মহত্যার করতে শেওড়াফুলিতে গঙ্গায় ঝাঁপ, স্থানীয় যুবকের চেষ্টাতেই প্রাণ বাঁচল তরুণীর
গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 11:14 PM

শেওড়াফুলি: “আমি তো বারবার বলছি আমাকে নিয়ে চলুন। আমি উত্তরপাড়ায় থাকি। আমাকে বাড়ি দিয়ে আসুন।” শেওড়াফুলি পুলিশ (Police) ফাঁড়িতে বসে একটানা এ কথা বলে চলেছেন তরুণী। ভিজে গিয়েছে পরনে থাকা জামা। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা। খানিক আগেই তাঁকে আনা হয়েছে শেওড়াফুলি ঘাট থেকে। সূত্রের খবর, এই ঘাট থেকেই এদিন ঝাঁপ দিয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেছিলেন ওই তরুণী। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়।

পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম মৌমিতা মাঝি। বাড়ি উত্তরপাড়ার মাখনাতে। তবে কেন তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে জিজ্ঞাসবাদ করা হলে তিনি কিছুই বলতে চাননি। সূত্রের খবর, এদিন আচমকা শেওড়াফুলি ঘাট থেকে ওই তরুণীকে ঝাঁপ দিতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জলের স্রোতে মুহূর্তেই তলিয়েও যান। কিন্তু, দেখা মাত্রই তাঁকে বাঁচাতে ঝাঁপ দেয় আরও এক যুবক। তাঁর চেষ্টাতেই শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন ওই তরুণী। খবর যায় শেওড়াফুলি ফাঁড়িতে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনায় স্থানীয় বাসিন্দা শানু বলেন, “যখন ঝাঁপ দেয় তখন একটা ছেলে দেখতে পেয়ে ওকে বাঁচাতে যায়। ওই মেয়েটাকে জল থেকে তুলে ঘাটে নিয়ে আসে। মেয়েটা তখন খুব কান্নাকাটি করছিল। শুধু বলছিল ও আত্মহত্যা করতে চায়। তারপর পুলিশে খবর যায়। পুলিশ এসে ওকে নিয়ে যায়। তবে কেন ও ঝাঁপ দিয়েছিল তা জানি না।”