Panchayat Elections 2023: ‘চেনেন এ দু’টোকে?’, শান্তনু-কুন্তলের ছবি তুলে পুরশুড়ার সভা থেকে প্রশ্ন শুভেন্দুর

West Bengal Panchayat Elections 2023: এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তাঁদের প্রার্থীদের সর্বত্র মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীর আসাকে আটকানোর চেষ্টা করা হয়েছে।

Panchayat Elections 2023:  'চেনেন এ দু'টোকে?', শান্তনু-কুন্তলের ছবি তুলে পুরশুড়ার সভা থেকে প্রশ্ন শুভেন্দুর
শুভেন্দু অধিকারী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 7:15 AM

আরামবাগ: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আওয়াজ তুললেন, ‘চোর চোর চোর ধরো, জেল, জেল, জেল ভরো’। নিয়োগ কেলেঙ্কারিতে এই হুগলি থেকেই গ্রেফতার হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষরা। সোমবার হুগলির পুরশুড়ায় পশ্চিমপাড়ার সভা থেকে তাঁদের নিশানা করেন শুভেন্দু। একটি ছবি তুলে ধরে বলেন, “চেনেন এ দু’টোকে। একটা শান্তনু, একটা কুন্তল। পশ্চিমবাংলায় চাকরি বেচে দিয়েছে। পুরশুড়ায় বড় বড় চোর আছে। চোর ধরো চোর ভরোই লক্ষ্য। এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না।”

শুধু নিয়োগকাণ্ড নয়, এদিন রাজ্যের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেন শুভেন্দু অধিকারী। বলেন, “পঞ্চায়েতে ১০০ দিনের কাজে যারা দুর্নীতি করে, টাকা চুরি করেছে। তাঁদের পঞ্চায়েত ভোটের পর জেলে ঢোকানো হবে।” শুভেন্দুর দাবি, বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় এলে সবার আগে চুরির তদন্ত হবে। বিজেপির প্রধানরাই সেই এফআইআর করবেন।

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তাঁদের প্রার্থীদের সর্বত্র মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীর আসাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। ৩১৫ কোম্পানি বাহিনীকে বসিয়ে রাখার মতোও গুরুতর অভিযোগ শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে।

শুধু তৃণমূলই নয়, এদিনের সভায় শুভেন্দুর নিশানা থেকে বাদ যায়নি বাম, কংগ্রেস। পটনা বৈঠকের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “মহম্মদ সেলিম সাহেব বিজেপির কল্যাণে তো কমরেডরা ঘর থেকে বেরিয়েছে। অভয় ঘোষ, বিনয় দত্তরা ঘর থেকে বেরোচ্ছেন। কেষ্ট মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়রা জেলে না গেলে, বিজেপি লড়াই না করলে, কাস্তে হাতুড়ি তারা নিয়ে রাস্তায় বেরোতে পারতেন না। সিপিএম মানেই তৃণমূল, তৃণমূল মানেই সিপিএম।”

দিল্লিতে কংগ্রেসকে ‘এ’ টিম ও সিপিএম-তৃণমূলকে ‘বি’ টিম বলে কটাক্ষ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর মতে, পশ্চিমবাংলায় আবার ‘এ’ টিম তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ‘বি’ টিম। কেরলে সে ছবি বদলে কংগ্রেস ভার্সেস সিপিএম, তৃণমূল দর্শক, মন্তব্য বিরোধী দলনেতার।