Road Accident : এক মাস আগে ঠিক হয়েছিল বিয়ে, সানাই বাজার আগেই সব শেষ, শোকের ছায়া আসমার পরিবারে
Road Accident : এক মাস আগে ঠিক হয়েছিল বিয়ে, স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোতেই সব শেষ।
চন্ডীতলা : এক মাস আগে ঠিক হয়েছিল বিয়ে। ঠিক হয়ে গিয়েছিল দিনক্ষণও। মিটেছিল আশীর্বাদ পর্ব। বছর ঘুরলেই বাজার কথা ছিল সানাই। কিন্তু, তার আগেই সব শেষ। আনন্দের পরিবেশকে মুহূর্তেই গ্রাস করল বিষাদের মেঘ। চোখের পলকেই চিরনিদ্রায় চলে গেল বাড়ির মেয়ে। পেট্রোল ভরতে যাওয়ার সময় পেট্রোল পাম্পে ঢোকার মুখে স্কুটিতে সজোরে ধাক্কা টাটা সুমোর (Road Accident)। মর্মান্তিক মৃত্যু যুবতীর, আহত দুই। ঘটনা চন্ডীতলার (Chanditala) কৃষ্ণরামপুর জগন্নাথবাটি এলাকার। মৃতার নাম আসমা খাতুন (২১)। বাড়ি জনাইয়ের বাকসা সেখ পাড়ায়। আহত দুজন চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা সম্পর্কে মৃতার খুড়তুতো বোন বলে জানা যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকালে চন্ডীতলার কৃষ্ণরামপুর জগন্নাথবাটি এলাকায় ১৫ নম্বর রাজ্য সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে স্কুটিতে পেট্রোল ভরতে যাচ্ছিলেন আসমা। স্কুটির পিছনে বসে ছিলেন তার দুই বোন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পেট্রোল পাম্পে ঢোকার মুখেই ডানকুনির দিক থেকে আসা একটি টাটা সুমো স্কুটিটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমার। গুরতর আহত হন স্কুটিতে থাকা আসমার দুই বোন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর যায় পুলিশে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে চন্ডীতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার করা হয় মৃতদেহটিও। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে আসমার পাকা দেখা মিটে গিয়েছিল এক মাস আগে। আগামী বছরের জানুয়ারি মাসে বিবাহের দিনও ধার্য হয়ে গিয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে আসমার পরিবারে। এদিকে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক টাটা সুমোটির খোঁজ চালাচ্ছে পুলিশ।