কানাইপুরে ছুরি দিয়ে ৬-৭ জনকে কোপ! হিন্দমোটরে ধরা পড়ল অভিযুক্ত যুবক
বুধবার সকাল থেকেই কানাইপুর আদর্শনগর ও শাস্ত্রীনগর এলাকায় এলাকার সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল এক উন্মত্ত যুবক। কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যুবকের ছবি। এর পরেই বাসিন্দাদের সতর্ক করতে ছড়িয়ে দেওয়া হয় সেই ছবি। এলাকায় প্রচার হয়ে যেতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
কোন্নগর: হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে ৬-৭ জনকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অবশেষে অভিযুক্ত যুবক ধরা পড়ল হিন্দমোটর এলাকায়। সেখানে তাঁকে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ বিষয়ে পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছেন স্থানীয় তৃণমূল নেতা।
বুধবার সকাল থেকেই কানাইপুর আদর্শনগর ও শাস্ত্রীনগর এলাকায় এলাকার সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল এক উন্মত্ত যুবক। কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যুবকের ছবি। এর পরেই বাসিন্দাদের সতর্ক করতে ছড়িয়ে দেওয়া হয় সেই ছবি। এলাকায় প্রচার হয়ে যেতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সন্ধের পর হিন্দমোটর গ্র্যান্ড সিটি এলাকায় ওই যুবককে দেখতে পায় সেখানকার নিরাপত্তারক্ষীরা। সেখানে তাঁকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এবং অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
আদর্শনগরের বাসিন্দা কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেছেন, “এই যুবক এলাকার ছয় থেকে সাতজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সিসিটিভিতে ওই যুবকের ছবি ধরা পড়ার পরেই সকলকে তার ছবি দিয়ে সতর্ক করা হয়।”
উত্তরপাড়া থানার পুলিশের প্রাথমিক অনুমান যুবক মানসিক ভাবে অসুস্থ। পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আচ্ছেলাল যাদব বলেন, “কিছুদিন আগে সুইমিং পুলের কাছ থেকে এক মহিলার হার ছিনতাই হয়। সেই ঘটনার কিনারা এখনও পুলিশ করতে পারেনি। আজকের ঘটনায় মানসিক রোগী বলে যেন বিষয়টা হালকা ভাবে না নেয়।”