Hooghly: শ্বশুরবাড়ি গিয়ে মৃত্যু জামাইয়ের, খুনের তত্ত্ব পরিবারের

Hooghly man Death: মুর্শিদাবাদ সালারের বাসিন্দা বাবু সোনা দাস (২৮)। হুগলির কোন্নগর নবগ্রামে শ্বশুরবাড়িতে আসেন দু'দিন আগে।

Hooghly: শ্বশুরবাড়ি গিয়ে মৃত্যু জামাইয়ের, খুনের তত্ত্ব পরিবারের
অস্বাভাবিক মৃত্যু যুবকের (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 5:39 PM

উত্তরপাড়া: শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছেন জামাই। তবে সশরীরে আর বাড়ি ফেরা হল না তাঁর। অস্বাভাবিক মৃত্যু হল ওই ব্যক্তির। গোটা ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার। উত্তর পাড়া থানায় এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।

মুর্শিদাবাদ সালারের বাসিন্দা বাবু সোনা দাস (২৮)। হুগলির কোন্নগর নবগ্রামে শ্বশুরবাড়িতে আসেন দু’দিন আগে। গতকাল স্থানীয় ঠিকাদার স্বপন দাসের কাছে কাজে যান। ঠিকাদার জানান, বাবুসোনা গতকাল কাজ করে সন্ধায় শ্বশুরবাড়ি যায়। এরপর ওর ভাই ফোন করে জানায় দাদাকে ছুরি মেরেছে কেউ। অ্যাম্বুলেন্সে করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। মাস পাঁচেক আগে বাবুসোনা এসেছিলেন কাজে।

মৃতের শ্বাশুড়ি মিনতি দাস বলেন, “জামাই এখানে রাজমিস্ত্রীর কাজ করত। গতকাল বাড়ির বাইরে কারো সঙ্গে ঝগড়া হয়। মা ডাক শুনে বাইরে এসে দেখি জামাই পড়ে যাচ্ছে। আমি তাকে ধরি। একজনকে তখন পালিয়ে যেতে দেখি। কী হয়েছিল কে মারল সেসব ব্যাপারে কিছুই বলতে পারেনি জামাই। তার আগেই…”

বাবুসোনার বাবা গোবর্ধন দাস বলেন, “ছেলে শ্বশুরবাড়িতে ছিল। সেখানে তাঁকে কেউ খুুন করেছে। কে মেরেছে জানি না। তবে ওর শাশুড়িবাড়িতে ছিলেন।” ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।