Howrah Murder Case: সম্পত্তি নিয়েই মাথাব্যথা ছিল ছেলে আকাশের? রাতেই খুনের কিনারা করল পুলিশ

Howrah Murder Case: পেশায় ব্যবসায়ী তোহাব আলিকে শুক্রবার রাতে খুন করেন কেউ বা কারা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করে ফেলল পুলিশ।

Howrah Murder Case: সম্পত্তি নিয়েই মাথাব্যথা ছিল ছেলে আকাশের? রাতেই খুনের কিনারা করল পুলিশ
ধৃত আকাশ ও সোহরাব
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 2:22 PM

হাওড়া : ব্যবসায়ী খুনের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। শুক্রবার রাতে হাওড়ার ব্যবসায়ী খুন হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই দুজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। শনিবার সকালে পুলিশের তরফে জানানো হয়েছে, আকাশ ও সোহরাব নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আকাশ ওই মৃত ব্যবসায়ী তোহাব আলির দত্তক সন্তান বলে জানা গিয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে।

শুক্রবার রাতে তোহাব আলি নিজের গাড়িতে চেপেই কলকাতা থেকে হাওড়া ফেরেন। হাওড়ায় কাজিপাড়ায় ফ্ল্যাটের সামনে গাড়ি থেকে নেমে যখন ভিতরে প্রবেশ করতে যান, তখনই ঘটে যায় সেই ঘটনাটি। ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপে কিছুক্ষণের মধ্যে কার্যত মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তোহাব আলিকে যখন ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, ততক্ষণে আততায়ীরা পালিয়ে গিয়েছেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই ঘটনার খবর যেতেই ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কারা এমন কাজ করল, তা বুঝে উঠতে পারেনি পরিবার। তবে রাতেই খুনের কিনারা করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ। হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, ওই দুজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তোহাব আলি নামে ওই ব্যবসায়ীর প্রথম পক্ষের বিয়ের কোনও সন্তান ছিল না। সেই সময় তিনি এই আকাশকে দত্তক নেন। পরে দ্বিতীয় বিয়ে হয় তাঁর। এক পুত্র সন্তানের জন্ম হয়। তাই অনেকদিন ধরেই আকাশের সঙ্গে সম্পত্তিগত বিবাদ ছিল বলে মনে করছে পুলিশ, সম্ভবত তার জেরেই ঘটনা ঘটানো হয়েছে। সোহরাব আকাশের বন্ধু তাঁকে সঙ্গে নিয়েই আকাশ এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, কলকাতার চাঁদনি মার্কেটে হার্ডওয়ারের ব্যবসা আছে তোহাব আলির। শুক্রবার কলকাতায় ব্যবসার কাজ সেরেই তিনি ফিরছিলেন বলে জানা গিয়েছে।