Road Accident: চাবাগানে পথদুর্ঘটনায় মৃত্যু স্কুলপড়ুয়ার, হাওড়াতেও দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

হাওড়ার জগৎবল্লভপুরে যাত্রীবোঝাই ছোট গাড়ির সঙ্গে ছোটহাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে এক জন প্রাণ হারিয়েছেন। অন্য দিকে জলপাইগুড়ি জেলার দেবপাড়া চাবাগান সংলগ্ন এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে বাইক ও মারুতিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে। এবং মারুতিভ্যানের ৬ যাত্রী আহত হয়েছেন।

Road Accident: চাবাগানে পথদুর্ঘটনায় মৃত্যু স্কুলপড়ুয়ার, হাওড়াতেও দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ
হাওড়ায় দুর্ঘটনায় মৃতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 10:19 PM

হাওড়া ও জলপাইগুড়ি: রাজ্যের দুই প্রান্তে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। আহত হয়েছেন বেশ কয়েক জন। হাওড়ার জগৎবল্লভপুরে যাত্রীবোঝাই ছোট গাড়ির সঙ্গে ছোটহাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে এক জন প্রাণ হারিয়েছেন। অন্য দিকে জলপাইগুড়ি জেলার দেবপাড়া চাবাগান সংলগ্ন এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে বাইক ও মারুতিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে। এবং মারুতিভ্যানের ৬ যাত্রী আহত হয়েছেন।

হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া ধর্মতলা এলাকায় শনিবার বিকাল প্রায় ৫টা নাগাদ একটি ছোট জিপ গাড়ি ও একটি ছোটহাতির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হন ছোটো গাড়িতে থাকা দুই ব্যক্তি। তাঁদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে যায় জগৎপল্লভপুর থানার পুলিশও। আহতদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হেমন্ত সাধুখা। তাঁর বাড়ি মুন্সিরহাট রামেশ্বরপুরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম আনারুল হক। তাঁর বাড়ি মুর্শিদাবাদে।

অন্য দিকে বাইক ও মারুতি ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়েছে দেবপাড়া চা বাগান সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক চালকের। মৃত কিশোরের নাম রাম দর্জি (১৪)। সে ডায়না চা বাগানের আপারলাইনের বাসিন্দা। বানারহাটের এক বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল। বানারহাট থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সে। মারুতি ভ্যানে থাকা ১০ জনের মধ্যে চালক-সহ ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে বানারহাট হাসপাতালে নিয়ে আসে। মারুতি ভ্যানে থাকা সকলেই লোয়ার চ্যাংমারি চা বাগানের প্রেমনগরের বাসিন্দা। এদিন তাঁরা বীরপাড়া যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।