Howrah Fire: সাঁকরাইলে রাস্তায় টগবগ করে ফুটছে তেল, কালো ধোঁয়া গিলে খাচ্ছে এলাকা
Howrah Fire: সকাল সাতটা থেকে সমানে অপারেশনে রয়েছেন দমকল কর্মীরা। পুলিশ ও দমকলের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন সেভাবে নিয়ন্ত্রণেই আনা যায়নি।
হাওড়া: সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিধ্বংসী আগুন। ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে ১৩ টি ইঞ্জিন। তেলে ছড়িয়ে পড়েছে রাস্তায়। উত্তাপে গুদামের সামনেই রাস্তায় টগবগ করে ফুটছে তেল। গোটা এলাকা গিয়ে খেয়েছে কালো ধোঁয়া। মহালয়ার সকালে ভয়ঙ্কর ছবি সাঁকরাইলের তেলের কারখানার।
সকাল সাতটা থেকে সমানে অপারেশনে রয়েছেন দমকল কর্মীরা। পুলিশ ও দমকলের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন সেভাবে নিয়ন্ত্রণেই আনা যায়নি।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ১০ টা পাম্প লাগানো রয়েছে। বড় গাড়ি চলছে। তার সঙ্গে ৬-৭টা ছোটো পাম্পও লাগানো রয়েছে। কয়েকটি জায়গায় ‘ওপেন ওয়াটার’পাওয়া যাচ্ছে। জল এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে তা পর্যাপ্ত নয়। যে পরিমাণ জলের প্রয়োজন, খুঁজে নিয়ে আসতে হচ্ছে অন্যত্র থেকে।
গুদামের ভিতরে থেকে জলের সঙ্গে ভেসে আসছে তেল। রাস্তা তেলে ভাসছে। গরম সেই তেল রাস্তার ওপরেই টগবগ করে ফুটছে। এখনও পর্যন্ত কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গোটা কারখানাটির একাংশ আগুনের তীব্রতায় ভেঙে পড়ে গিয়েছে। তবে এখানে হতাহতের কোনও খবর নেই।
প্রসঙ্গত, গত জুলাইতেও হাওড়ার মঙ্গলাহাটে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক্ষেত্রে এখনও পর্যন্ত পাঁচ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসার লক্ষ্মণ নেই।