Uluberia: দাউদাউ জ্বলছে গোটা বাড়ি, উলুবেড়িয়ায় মা-বাবার সঙ্গেই নিভল ১ বছরের মেয়েটার প্রাণ

Uluberia: বাবা-মায়ের সঙ্গে রাতে ঘুমাতে গিয়েছিল মেয়েটা, ভোর রাতের আগুনেই নিভল তিন প্রাণ। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর যায় দমদলে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল। নেভানো হয় আগুন। কিন্তু ততক্ষণে সব শেষ।

Uluberia: দাউদাউ জ্বলছে গোটা বাড়ি, উলুবেড়িয়ায় মা-বাবার সঙ্গেই নিভল ১ বছরের মেয়েটার প্রাণ
শোকের ছায়া গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 7:02 AM

উলুবেড়িয়া: ভোর রাতে আচমকা আগুন। তাতেই সব শেষ। পুড়ে ছারখার হয়ে গেল একটা আস্ত পরিবার। বাবা-মায়ের সঙ্গেই রক্ষা পেল না তাঁদের ১ বছরের সন্তানও। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উলুবেড়িয়া ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এদিন ভোররাতে আচমকা আগুন লেগে যায় ওই বাড়িতে। তখন ঘুমের মধ্য়েই ছিলেন বাড়ির সদস্যরা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বাড়ি। 

স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর যায় দমদলে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল। নেভানো হয় আগুন। কিন্তু, ততক্ষণে সব শেষ। উলুবেড়িয়া থানার পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়ির ভিতর থেকে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের নাম ইয়াসিন মল্লিক (৩২), মহিমা বেগম (২৭), হুমায়রা খাতুন (১)। আহত অবস্থায় উদ্ধার করা হয় নূরজাহান বেগমকে (৫৫)। তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল ওই বাড়িতে। তারপরই তা ছড়িয়ে পড়ে বাড়ির আনাচে-কানাচে। রাত ২টো থেকে ৩ টের মধ্যেই প্রথম আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

এলাকার বাসিন্দা শেখ সাইফুল বলেন, “আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম। আচমকা দেখি ধোঁয়ায় ভরে যাচ্ছে এলাকায়। গোটা বাড়িটা দাউদাউ করে জ্বলছে। ধোঁয়ায় ভর্তি চারপাশ। ঘরে ঢুকে দেখি ওদেন তিনজনের লাশ পড়ে আছে। একই ঘরে ওরা তিনজনই ছিল। দমকল, পুলিশ যতক্ষণে এল ততক্ষণে সব শেষ। কেউই আর বেঁচে ছিল না।”