করোনা আক্রান্ত স্ত্রী ভর্তি হাসপাতালে, দুশ্চিন্তায় মেয়েকে গঙ্গায় ছুঁড়ে নিজেও ঝাঁপ দিলেন বাবা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারকবাবুর স্ত্রী নীলা কুণ্ডু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই দুশ্চিন্তা থেকেই হয়ত শুক্রবার সকালে দুধ আনার নাম করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন তারকবাবু। তার পরেই বালি ব্রিজে এসে এমন কাণ্ড ঘটান।

করোনা আক্রান্ত স্ত্রী ভর্তি হাসপাতালে, দুশ্চিন্তায় মেয়েকে গঙ্গায় ছুঁড়ে নিজেও ঝাঁপ দিলেন বাবা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 22, 2021 | 7:43 PM

হাওড়া: করোনা (Corona) আক্রান্ত স্ত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই দুশ্চিন্তা থেকে বালি ব্রিজ থেকে ছোট্ট মেয়েকে গঙ্গায় ছুঁড়ে দিয়ে নিজেও মারণ ঝাঁপ দিলেন বাবা! শুক্রবার বালি ব্রীজ থেকে ছুড়ে ফেলা শিশুর মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে এমনটাই জানাল বালি থানার পুলিশ।

শুক্রবার সকাল ৬ টা নাগাদ বালি ব্রিজ থেকে তারক কুণ্ডু নামে এক ব্যক্তি প্রথমে নিজের ছোট্ট মেয়েকে গঙ্গায় ফেলে দেন। তার পর নিজেও ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানান, দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসতে ২ নম্বর পিলারের সামনে এক ব্যক্তি তাঁর সঙ্গে থাকা ছোট্ট শিশুকে প্রথমে গঙ্গায় ছুড়ে ফেলে দেন। কয়েক সেকেন্ড পরে নিজেও ঝাঁপ দেন। খবর যায় বালি থানার পুলিশের কাছে। তার পর তন্নতন্ন করে দুটি দেহের খোঁজ শুরু হয়। এর পর এদিন ছোট্ট শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে খড়দহের কাছে গঙ্গার ঘাটে। এখনও শিশুটির বাবার দেহ উদ্ধার করতে রিভার ট্রাফিক পুলিশের তল্লাশি চলছে গঙ্গায়।

এদিন সকালে উত্তর ২৪ পরগনার তাননাথ ঘাটে স্থানীয়রা একটি শিশুর দেহ ভেসে থাকতে দেখে খবর দেন খড়দহ থানায়। দেহ উদ্ধারের পর সেই শিশুর মৃতদেহের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। ছবি দেখে সন্দেহ হয় বালি থানার পুলিশের। খড়দহ থানার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তারা। জানা যায় দেহটি বরাহনগরের গোপাললাল ঠাকুর রোডের ঈশানী কুণ্ডুর (৬) । ঈশানীর বাবা তারক কুণ্ডু (৪৭) এখনও নিখোঁজ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারকবাবুর স্ত্রী নীলা কুন্ডু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই দুশ্চিন্তা থেকেই হয়ত শুক্রবার সকালে দুধ আনার নাম করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন তারক বাবু। তার পরেই বালি ব্রিজে এসে এমন কাণ্ড ঘটান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: কোভিডে মৃতের দাহকাজ চলছিল, হঠাৎই চুল্লি থেকে বেরিয়ে এল আগুনের লেলিহান শিখা!