Loot in ICDS: বাচ্চাদের খাবারেও ভাগ বসাচ্ছে ‘চোর’! রাতের অন্ধকারে গায়েব চালের বস্তা

ICDS: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গ্রিলও ভাঙার চেষ্টা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে ছাদের দিকের একটি অংশও খোলা অবস্থায় পড়ে রয়েছে।

Loot in ICDS: বাচ্চাদের খাবারেও ভাগ বসাচ্ছে 'চোর'! রাতের অন্ধকারে গায়েব চালের বস্তা
আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 3:21 PM

হাওড়া: প্রসূতি ও ছোট ছোট বাচ্চাদের জন্য চালও এবার চুরির অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে চাল ও ডালের বস্তা চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার পাইকপাড়ার এক অঙ্গনওয়াড়িতে। প্রতিদিনের মতো আজও সকালে নির্দিষ্ট সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পৌঁছতেই বিষয়টি নজরে আসে রাঁধুনি ও আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকার। সঙ্গে সঙ্গে তাঁরা যোগাযোগ করেন এলাকাবাসীদের সঙ্গে। গোটা বিষয়টি তাঁদের জানান। যোগাযোগ করা হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গেও।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গ্রিলও ভাঙার চেষ্টা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে ছাদের দিকের একটি অংশও খোলা অবস্থায় পড়ে রয়েছে। ভিতর থেকে কী কী খোয়া গিয়েছে, সেই হিসেব নিকেশ কষতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি চাল ও ডালের বস্তা চুরি হয়ে গিয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন মোট আটটি চালের বস্তা ছিল। তার মধ্যে ছ’টি চালের বস্তা পড়ে রয়েছে। বাকি দু’টি বস্তা চুরি গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

গ্রামবাসীরা আরও বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই চুরির ঘটনার পর আইসিডিএস-এর দিদিমণি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। এরপর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই চুরি হল, রাতের অন্ধকারে কে বা কারা ঢুকেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠেছে। চোরের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা। পুলিশ প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং চোর যাতে ধরা পড়ে, সেই আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।