Howrah: বাংলার মাথায় জুড়ল আরও এক পালক, বিদেশে দুটি শৃঙ্গ জয় করলেন রাজ্যের ৪ জন

Howrah: পর্বতারোহীরা গত ২ রা অগস্ট আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে খিলানিগ গ্রামে পৌঁছন। সেখান থেকে ৩ অগস্ট অভিযাত্রী দলের চারজন সদস্য দেবাশিস বিশ্বাস,মলয় মুখোপাধ্যায়,কিরণ পাত্র ও অভিজিৎ রায় শাহাদাগ শৃঙ্গ জয় করতে রাত তিনটের সময় রওনা দেন।

Howrah: বাংলার মাথায় জুড়ল আরও এক পালক, বিদেশে দুটি শৃঙ্গ জয় করলেন রাজ্যের ৪ জন
হাওড়ায় শৃঙ্গ জয়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 6:56 PM

হাওড়া: বিদেশে দুটি শৃঙ্গ জয় করলেন রাজ্য়ের চারজন। ককেশাস পর্বতমালার আজারবাইজান দেশের দু’টি শৃঙ্গ মাউন্ট শাহাদাগ( ১৪,০০২ ফুট) ও মাউন্ট বাজারদুজু(১৪,৬৫২) শৃঙ্গে আরোহন করেন। সম্ভবত, এই প্রথম কোনও ভারতীয় অভিযাত্রী দল এই দুটি শৃঙ্গ জয় করল।

পর্বতারোহীরা গত ২ রা অগস্ট আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে খিলানিগ গ্রামে পৌঁছন। সেখান থেকে ৩ অগস্ট অভিযাত্রী দলের চারজন সদস্য দেবাশিস বিশ্বাস,মলয় মুখোপাধ্যায়,কিরণ পাত্র ও অভিজিৎ রায় শাহাদাগ শৃঙ্গ জয় করতে রাত তিনটের সময় রওনা দেন।

সকাল এগারোটা নাগাদ তাঁরা শৃঙ্গ আরোহন করেন। পরের লক্ষ আজারবাইজানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট বাজারদুজু। গত ৫ ই অগস্ট ভোররাতে রওনা দিয়ে সকাল নটা নাগাদ পৌঁছে যান বাজারদুজুর শীর্ষে। এ বিষয়ে দেবাশিস বিশ্বাস জানান,”ইচ্ছে ছিল বাজারদুজুর পাশের শৃঙ্গ মাউন্ট জাফর আরোহনের। কিন্তু অতিসম্প্রতি সেই শৃঙ্গের মাথায় রাখা ফলক চুরি হয়ে যাবার কারণে কাউকেই জাফর আরোহন করতে দেওয়া হচ্ছে না। তাই পরিকল্পনা বাতিল করে ফিরে আসতে হয়। সেই কারণে তিনটে শৃঙ্গ জয়ের আক্ষেপ থেকে গেল।”