Howrah: দিনভর ঝাঁকে ঝাঁকে উঠল প্রচুর মাছ, নামল মানুষের ঢল, কী হচ্ছে হাওড়ার ঘাটগুলিতে?

Howrah: বিকালের পর থেকে ভিড় বাড়তে হাওড়ার তেলকল ঘাট, শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট সহ অন্যান্য জায়গায়। একই ছবি দেখা যায় সব জায়গায়।

Howrah: দিনভর ঝাঁকে ঝাঁকে উঠল প্রচুর মাছ, নামল মানুষের ঢল, কী হচ্ছে হাওড়ার ঘাটগুলিতে?
দিনভর শোরগোল হাওড়ায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 10:50 AM

হাওড়া: প্রথমে দু’একটা, তারপর ঝাঁকে ঝাঁকে। কী হচ্ছে, কেন হচ্ছে বুঝে ওঠার আগেই হাওড়ার একাধিক ঘাটে দেখা গেল অদ্ভুত ছবি। ঝাঁকে ঝাঁকে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছ। শুক্রবার দুপুরের পর থেকেই হাওড়ার (Howrah) বিভিন্ন গঙ্গার ঘাটে এই চাঞ্চল্যকর দৃশ্য দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিকালের দিকে মাছের সংখ্যা ক্রমেই আরও বাড়তে থাকে। খবর চাউর হতেই যা নিয়ে নানা প্রান্তে রীতিমতো শোরগোল পড়ে যায়। 

বিকালের পর থেকে ভিড় বাড়তে হাওড়ার তেলকল ঘাট, শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট সহ অন্যান্য জায়গায়। প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন, প্রথমে তারা জল থেকে বেশ কয়েকটি মরা মাছ ভেসে উঠতে দেখেন। তারপর ক্রমেই মরা মাছের সংখ্যাটা বাড়তে থাকে। বিকালে শয়ে শয়ে মাছ পাড়ের দিকে ভেসে আসতে শুরু করে। গ্রামীন হাওড়ার একাধিক ঘাটেও দেখা যায় একই ছবি। অনেকেই আবার আরও মাছের আশায় জাল ফেলে বসেন। অনেকে হাতে করেই পা দাড়িয়ে মাছ ধরার চেষ্টা করেন।

বিকাল পেরিয়ে সন্ধ্যা হলেও ছবিটা বিশেষ বদলাতে দেখা যায়নি। উলুবেড়িয়াতেও দেখা যায় একই ছবি। রাত্রি সাড়ে দশটার সময় নদীতে বান আসার সময়ও দেখা যায় একই ছবি। তখনও কিন্তু কারণটা স্পষ্ট নয়। চলতে থাকে নানা গুঞ্জন। ওয়াকিবহাল মহলের ধারণা, জল দূষণ বেড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে। অকাল মৃত্যু হচ্ছে মাছেদের।

যদিও কোনও জায়গায় জলে কোনও রাসায়নিক পড়ে গিয়ে এমনটা হতে পারে বলে মনে করছেন অনেকে। তা নিয়ে নানা জল্পনা তুঙ্গে। তবে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও বিশেষ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।