Sasthya Sathi Card: স্বাস্থ্য সাথীর কার্ড নিতে ‘অস্বীকার’, SSKM নিয়ে যাওয়ার পথেই মৃত্যু রোগীর
Sasthya Sathi Card: রোগীর পরিবারকে ৬০-৭০ হাজার টাকা জমা করলে প্রাথমিক চিকিৎসা শুরু করা যাবে বলে হাসপাতালের তরফে জানানো হয়। তারপর পেসমেকার বসানোর আলাদা খরচ।
হাওড়া: স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকারের অভিযোগ। এক রোগীর মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়া হাসপাতালে। পুরসভারই পূর্ত দফতরের কর্মী স্বপন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। শুক্রবার সকালে তিনি অফিসে যান। অফিসেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা জানাচ্ছেন, কাজ করতে করতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, রোগীকে অস্থায়ী পেসমেকার লাগাতে হবে। কিন্তু তাঁদের সেই পরিকাঠামো নেই। তারপর সেখান থেকে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কর্তব্যরত কর্মীরা জানান, স্বাস্থ্যসাথীর সুযোগ তাঁরা এই মুহূর্তে দিতে পারবেন না।
রোগীর পরিবারকে ৬০-৭০ হাজার টাকা জমা করলে প্রাথমিক চিকিৎসা শুরু করা যাবে বলে হাসপাতালের তরফে জানানো হয়। তারপর পেসমেকার বসানোর আলাদা খরচ। রোগীর বাড়ির লোক সেই টাকা দিতে রাজি থাকলে তবেই রোগীকে নিশ্চয়যান থেকে নামাবেন।
কিন্তু রোগীর পরিবার এক ধাক্কায় ৬০ হাজার টাকা দিতে পারেননি। রোগীর বাড়ির লোক তাঁকে নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রোগীর পরিবারের অভিযোগ, রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সব হাসপাতালেই স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ রয়েছে। যেখানে স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকার করবে, তার বিরুদ্ধে অভিযোগ করলে বিশেষ পদক্ষেপ করা হবে। কিন্তু এক্ষেত্রে কি তা আদৌ হবে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিশেষ পদক্ষেপ করা হবে।