Domjur Chaos: হাসপাতালের ভিতর থেকেই সভাপতিকে বাইরে এনে মার, মাইক বাজানোয় আপত্তি করতেই বচসা
Howrah: বুধবার রাত্রিবেলার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে এলাকার একটি ক্লাবে জোরে-জোরে গান-বাজনা চলছিল।
হাওড়া: মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়া। পাড়ার এক ক্লাবে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। গোটা ঘটনায় আহত হয় অনেকেই। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে দুষ্কৃতীরা হাসপাতালের পাশাপাশি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে বলে অভিযোগ। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত্রিবেলার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে এলাকার একটি ক্লাবে জোরে-জোরে গান-বাজনা চলছিল। প্রশাসনের পক্ষ থেকে রাত ১১ টা পর্যন্তই মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়। অভিযোগ, ওই ক্লাবের বেশ কয়েকজন সদস্য রাত এগারোটার পরও বক্স বাজিয়ে যাচ্ছিলেন। সেই কারণে সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি সহ আরও কয়েকজন আপত্তি জানায়। তখনই বেশ কিছু যুবক সভাপতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এরপর হঠাৎ ডোমজুড়ের কিছু দুষ্কৃতী হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়। তারা হাসপাতালের ঘরের দরজা ভেঙে ক্লাব সভাপতিকে টেনে হিচড়ে বাইরে বের করে এনে ব্যাপক বেধড়ক মারধর করে। বাধা দিলে আরও ৩ থেকে ৪ জনকেও মারধর করা হয়। ভাঙচুর করা হয় হাসপাালের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয়। আহতদের মধ্যে একজনকে রাতেই ম্যাটাডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
এই ঘটনায় আহত ক্লাব সভাপতি জানিয়েছেন, আমায় মেরে কী অবস্থা করেছে। ওরা জোরে-জোরে গান বাজাচ্ছিল। আমি বারণ করেছিলাম। কারণ রাত্রি ১১টা পর্যন্ত মাইক বাজানোর নির্দেশ ছিল। কিন্তু ওরা তারপরও মাইক বাজিয়ে যাচ্ছিল। আমি বারণ করতেই আমায় মারধর করে। এরপর হাসপাতালে নিয়ে আসার পরও রেহাই মেলেনি। ফের এখানেও এসে আমায় মারধর করে।