Anis Khan Death: ফের আমতা থানার সামনে ধুন্ধুমার! আনিসের বাড়িতে বিমান-সূর্যকান্ত
Anis Khan Death: অবস্থা নিয়ন্ত্রণে আনতে বাড়তি বাহিনী নিয়ে থানায় পৌঁছন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়। অন্যদিকে এদিন আনিস খানের বাড়িতে যান সিপিএম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।
হাওড়া: আনিস খানের মৃত্যু ঘিরে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ অভিযান। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল আমতা থানার সামনে। ছাত্রনেতা আনিসের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমতা থানা ঘেরাও করে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মী সমর্থকরা। শুক্রবার বিকেলে সেখানেই পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন বাম ছাত্র নেতারা। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ। অভিযোগ, পুলিশি বাধায় শুরু হয় ধস্তাধস্তি। থানা লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় আমতা থানার পুলিশ। সূত্রের খবর, অবস্থা নিয়ন্ত্রণে আনতে বাড়তি বাহিনী নিয়ে থানায় পৌঁছন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়। অন্যদিকে এদিন আনিস খানের বাড়িতে যান সিপিএম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।
গত দু’দিন ধরেই বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে আমতা থানার সামনে। এদিন দুপুর থেকেই গোলমালের আবহ তৈরি হচ্ছিল। ডিওয়াইএফআই ও এসএফআইয়ের বিক্ষোভে পুলিশি ব্যারিকেড বাধা হয়ে দাঁড়ালে সে পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে। ব্যারিকেডের এক পাশে দাঁড়িয়ে তখন ক্ষোভে ফুঁসছেন ছাত্রনেতারা। অন্যদিকে পুলিশসুপারের নেতৃত্বে দাঁড়িয়ে বিশালবাহিনী। প্রথম দিন থেকে আমতা থানার ওসি ও হাওড়া গ্রামীণের পুলিশসুপারের পদত্যাগের দাবি করা হয়। ইতিমধ্যেই ওসি বদল করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, যথাযথ বিচার করে ন্যায় দিতে হবে আনিসের পরিবারকে।
এক আন্দোলনকারীর কথায়, “টিআই প্যারেড হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য ন্যায় দিতে হবে নিহতের পরিবারকে।” দু’জনকে গ্রেফতার করা হলেও আমতা থানার ওসিকে কেন গ্রেফতার করা হল না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিক্ষোভ প্রদর্শনকারীরা। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, হাওড়া গ্রামীণের এসপিকে এখনও কেন বহাল রাখা হয়েছে? অন্যদিকে এদিনই আনিসের বাবা ও তাঁর পরিবার হাইকোর্টের নির্দেশ মেনে আইনজীবীর সঙ্গে টিআই প্যারেডে যান। যদিও আনিসের বাবা আগেই দাবি করেছেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের তিনি স্পষ্ট চিনতে পারছেন না। তিনি একজন লাঠিধারী পুলিশকে দেখেছিলেন। তাঁকে দেখলেই তিনি চিনতে পারবেন।
ইতিমধ্যেই সিটের তরফে আমতা থানার টহলদারি ভ্যানগুলির লোকেশন হিস্ট্রি চাওয়া হয়েছে। তা থেকেই বোঝা যাবে থানার কোনও গাড়ি আনিসের বাড়িতে গিয়েছিল কি না। যদি গিয়ে থাকে তাহলে সে গাড়িতে কারা ছিল, তাও উঠে আসবে। যদিও আনিস খানের বাবা সালেম খান এদিনও দাবি করেন, সিবিআই দিয়েই তদন্ত করাতে হবে। কারণ, যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার তাঁরা ইতিমধ্যেই দাবি করেছে, তাঁদের বলির পাঁঠা করা হয়েছে।
আরও পড়ুন: Mala Roy on Russia-Ukraine: ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনুন, বিদেশমন্ত্রীকে চিঠি মালা রায়ের
আরও পড়ুন: Calcutta High Court: হুমকি দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের! বিশেষ পরামর্শ আদালতের