Howrah: হাওড়াতেও হেলে একে অপরের গায়ে পড়ল জোড়া ফ্ল্যাটবাড়ি!
Howrah: ফ্ল্যাটের বাসিন্দারা জানান কয়েক বছর ধরে এই অবস্থায় রয়েছে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনার পর আতঙ্ক লাগছে এখন। যদিও এবিষয়ে কেউই কোনও অভিযোগ করেনি পুরসভায়। বাসিন্দারা জানান, সবাই মিলে একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাওড়া: বাঘাযতীনে ৮-১০ বছরের পুরনো একটি ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়েছে। এরপর একে একে ট্যাংরা, বাগুইআটিতেও একই ছবি। এবার হাওড়া। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে হেলে রয়েছে বহুতল। দুটি বহুতল পাশাপাশি। ওপরের অংশ প্রায় ঠেকে রয়েছে। আতঙ্কিত ফ্ল্যাটের বাসিন্দারা। কিন্তু মাথার ওপর ছাদ বলতে তো সেটাই। তাই ওই অবস্থাতেই দিনযাপন করছেন তাঁরা।
ফ্ল্যাটের বাসিন্দারা জানান কয়েক বছর ধরে এই অবস্থায় রয়েছে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনার পর আতঙ্ক লাগছে এখন। যদিও এবিষয়ে কেউই কোনও অভিযোগ করেনি পুরসভায়। বাসিন্দারা জানান, সবাই মিলে একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিন্তু কী বলছে পৌর কর্তৃপক্ষ? হাওড়ার পুর প্রশাসক জানিয়েছেন, কোনও অভিযোগ নেই। তবে বিষয়টি জানার পর বিল্ডিং বিভাগের আধিকারিকরা গিয়ে সার্ভে করবেন তিনি।
কিন্তু কেন হেলে পড়ল ওই ফ্ল্যাটবাড়ি?
প্রোমোটার তারাচাঁদ বাজাজের দাবি, বারান্দার অংশ বাড়াতে গিয়ে ওই ঘটনায় ঘটেছে। কিন্তু দু’টি বহুতলের ব্যবধান কেন বাড়ানো হল না, সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। যদিও পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বহুতলটি বেআইনি। বাড়ি তৈরির সময়েই ওই ঘটনা ঘটেছিল। কোনও জায়গায় অভিযোগ জানিয়ে কাজ হয়নি।’’