Howrah Nursinghome: দুধ খাওয়াতেই সদ্যোজাতর নাক দিয়ে বেরিয়ে যায় রক্ত! নার্সিংহোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Howrah Nursinghome: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পরিবারের লোকজন নার্সিংহোমে আসতেই দেখেন ওই শিশুটির মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। রোগীর আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ
হাওড়া: ‘মেয়ে হয়েছে….’ পরিবারের সদস্যরা বিশাল খুশি। সদ্যোজাতকে মায়ের কোলে দেখে ভিজিটিং আওয়ার্স শেষ করে বাড়ি ফিরেছেন বাবা-ঠাকুমা-ঠাকুরদা। কিছুক্ষণের মধ্যেই ফোন। ফোনে জানানো হয়, সদ্যোজাত অসুস্থ। বাড়ি থেকে নার্সিংহোম পৌঁছতেই সব শেষ। পরিবারের সদস্যদের বক্তব্য, যখন দেখে এসেছিলেন তাঁরা, সদ্যোজাত সুস্থই ছিল। কিন্তু তার মধ্যে কী এমন হল! এক্ষেত্রে নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। নার্সিংহোমে নবজাত শিশুর ঘিরে উত্তেজনা হাওড়ার বড়গাছিয়া নার্সিংহোমে।
হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়ার নার্সিংহোমে মনীষা ঘোড়া নামের ওই প্রসূতি বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। বুধবার সন্ধ্যা ছ’টা নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন। রোগীর পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন মা ও শিশুকে সুস্থ দেখেই বাড়ি গিয়েছিলেন। শুক্রবার ভোরে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর বাড়িতে ফোন করে বলে শিশুটি অসুস্থ।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পরিবারের লোকজন নার্সিংহোমে আসতেই দেখেন ওই শিশুটির মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। রোগীর আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। রোগীর পরিবারের দাবি, নার্সদের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রসূতির বক্তব্য, “আমার মেয়ে আমার কাছেই ছিল। ওরা (নার্সরা) নিয়ে যান। তার কিছুক্ষণ পর আমার কোলে এসে মেয়েকে দেয়। মেয়ে তখনও নিস্তেজ। আমাকে দুধ খাওয়াতে বলে, দুধ খাওয়াতেই নাক নিয়ে দেখি গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে ওদের ডাকতে থাকি। ওরা এসে মেয়েকে আবার নিয়ে যায়, তারপর দেখি সব শেষ।” প্রসূতির অভিযোগ, সদ্যোজাতকে কোল থেকেই ফেলে দিয়েছিলেন নার্সরা। তাই তার হাতে দাগও ছিল। অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিংহোম চত্বরে। নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এর চেয়ে বিশেষ কিছু এখনও বলতে চায়নি।