Howrah Police: মন ভাল হয়ে যাবে, পথ সচেতনতা বাড়াতে নারায়ন দেবনাথের সৃষ্টিকেই হাতিয়ার ট্রাফিক পুলিশের
Narayan Debnath: অনেক গাড়ি চালক বা পথচারী চলার পথে জেনেবুঝে বা নিজের অজান্তেই অনেক ট্রাফিক আইন লঙ্ঘন করেন। ট্রাফিক আইন লঙ্ঘন করলে পরিস্থিতি ভয়ঙ্কর এমনকী প্রাণহানিও হতে পারে এই কথা সকলেরই জানা।
হাওড়া: জানুয়ারি মাসেই খারাপ খবরটা সামনে এসেছিল। যাঁর আঁকা ছবি দেখে, যাঁর লেখা ছবি পড়ে বাঙালির ছোটবেলা কেটেছে, সেই শিল্পী-সাহিত্যকি নারায়ণ দেবনাথকে (Narayan Debnath) হারিয়েছিলাম আমরা। হাঁদা-ভোঁদা হোক বা বাঁটুল দ্য গ্রেট, বাঙালি কোনও দিন তাঁদের ভুলতে পারবে না। ২৫ দিন হাসপাতালে থেকে বার্ধ্যকজনিত ব্যাধির সঙ্গে লড়াই করে শেষমেশ হার মেনেছিলেন ওই পদ্মশ্রী প্রাপক সাহিত্যিক। সেই সময়ে অনেকেই বলেছেন, উনি ৯৭ বছর বয়সে মারা গিয়েছেন তো কী হয়েছে, ওনার সৃষ্টি, ওনার কাজ আজীবন পাঠককূলকে সম্বৃদ্ধ করবে। দেবে হাসির মাধ্যমে জীবনে চলার শিক্ষা। এবার প্রয়াত শিল্পী-সাহিত্যিকের কাজকে হাতিয়ার করেই এক উদ্ভাবনী পদক্ষেপ নিল হাওড়া স্টেশন ট্রাফিক গার্ড।
অনেক গাড়ি চালক বা পথচারী চলার পথে জেনেবুঝে বা নিজের অজান্তেই অনেক ট্রাফিক আইন লঙ্ঘন করেন। ট্রাফিক আইন লঙ্ঘন করলে পরিস্থিতি ভয়ঙ্কর এমনকী প্রাণহানিও হতে পারে এই কথা সকলেরই জানা। তাই তাদের কে ট্রাফিকের নিয়মাবলির পাঠ দিতে নারায়ণ দেবনাথের বাঁটুল দ্য গ্রেটকেই হাতিয়ার করেছেন হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম চন্দ্র সরনী দিয়ে গেলে পাশের দেওয়ালেই চোখে পড়বে হাতে হেলমেট নিয়ে বাইক চালকদের বার্তা দিচ্ছে স্বয়ং বাঁটুল। বাঁটুল বলছে “হেলমেট না পড়লেই ১ হাজার টাকা জরিমান।” হেলেমেট না পড়লে যে দুর্ঘটনা হতে পারে সেই বার্তাও দিয়েছে বাঁটুল।
হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের এই অভিনব উদ্যাগ প্রসঙ্গে মুখ খুলেছেন। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান, “নারায়ন দেবনাথ ও তাঁর সৃষ্টি বাঙালির জীবন ও মননে চিরস্মরণীয় । তাঁর সৃষ্টি কোনওদিনও ভোলার নয়। তাই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পথ চলতি বাইক আরোহীদের সতর্ক করতে দেওয়ালের কমিকসে নারায়ন দেবনাথের ছবি রাখা হয়েছে।” পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা।