JP Nadda: বাংলার দুর্গাপুজো ভারত নয়, বিশ্বেও স্থান পেয়েছে, প্রশংসায় পঞ্চমুখ নাড্ডা
JP Nadda: এদিন হাওড়ায় জেপি নাড্ডা বলেন, "আমার সৌভাগ্য পশ্চিমবঙ্গের পূণ্যভূমিতে, সাংস্কৃতিক দৃষ্টি ও দিশা প্রদানকারী ভূমিতে আজ মা দুর্গার আশীর্বাদ নেওয়ার সুযোগ মিলেছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মায়ের অসীম কৃপা, তাই এমন পবিত্র ভূমিতে আসার সুযোগ পেলাম।"
হাওড়া: মহাসপ্তমীর সকালে বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহের পর এবার পুজোর কলকাতায় বিজেপির আরেক শীর্ষ নেতা। এদিন হাওড়ার একটি পুজো মণ্ডপে যান জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহারা। এদিন একাধিক পুজো মণ্ডপে যাবেন নাড্ডা। হাওড়া থেকে শোভাবাজার রাজবাড়িতে যান তিনি। সেখান থেকে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতার রামমন্দির দেখবেন তিনি। এদিন হাওড়ার এক অনুষ্ঠানমঞ্চ থেকে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিন হাওড়ায় জেপি নাড্ডা বলেন, “আমার সৌভাগ্য পশ্চিমবঙ্গের পূণ্যভূমিতে, সাংস্কৃতিক দৃষ্টি ও দিশা প্রদানকারী ভূমিতে আজ মা দুর্গার আশীর্বাদ নেওয়ার সুযোগ মিলেছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মায়ের অসীম কৃপা, তাই এমন পবিত্র ভূমিতে আসার সুযোগ পেলাম।”
নাড্ডার কথায়, “মা দুর্গাকে যখন আমরা স্মরণ করি, আমরা জানি পশ্চিমবাংলা মা দুর্গার আরাধনার জন্য, প্রার্থনার জন্য, পুজোর জন্য শুধু সারা দেশেই নয়, সারা পৃথিবীতেই আলাদা স্থান তৈরি করেছে। এরকম পূণ্যভূমিতে আসার সুযোগ পেয়ে বিশেষ কৃতজ্ঞ।”
বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার প্রসঙ্গও তুলে ধরেন নাড্ডা। বলেন, সারা দেশে দুর্গাপুজোর যে বহর, বাংলা তাতে আলাদা মাত্রা দিয়েছে। দুর্গতিনাশিনীর কাছে নাড্ডার প্রার্থনা, “মা দুর্গা শক্তিস্বরূপা। শক্তি সমাজের অসুর শক্তি ধ্বংস করে। বাংলার মানুষ দুনিয়া, দেশকে একদিকে যেমন এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়, সেই ভূমিতে যা অসুর শক্তি, তার শেষ হোক। ভাল শক্তিকে আরও বলবান করুক। সমাজের মঙ্গল হোক। আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাক।”