Howrah Death: ফোনের অপর প্রান্তের কথা ভেদ করে পৌঁছায়নি চিৎকার-ট্রেনের হর্ন! সবটা শেষ
Howrah Death: পিছন থেকে আসা ট্রেনও হর্ন বাজায়। সেটাও শুনতে পাননি। ফলে যা ঘটার সেটাই হল। ট্রেনের ধাক্কায় লাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন
হাওড়া: ফোনে কথা বলতে বলতে ট্রেন লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের। হাওড়ার জগতবল্লভপুর বড়গাছিয়া স্টেশনের কাছে ডাউন হাওড়া আমতা লোকালের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শফিউল মল্লিক। তাঁর বাড়ি হাওড়ার মুন্সিরহাট খরদা বামনপাড়া এলাকায়।
সকাল সাড়ে সাতটার ঘটনা। সকালে রেললাইনের ধার ধরে হাঁটছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কানে ফোন ছিল যুবকের। ফোনে কথা বলতেই বলতেই লাইন ধরে হাঁটছিলেন। পিছন থেকে যে ট্রেন আসছিল, তা দেখে সকলেই চিৎকার করে তাঁকে সাবধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফোনের ওপর প্রান্তে থাকা সেই ব্যক্তির কথা ভেদ করে চিৎকার কানে যায়নি যুবকের।
পিছন থেকে আসা ট্রেনও হর্ন বাজায়। সেটাও শুনতে পাননি। ফলে যা ঘটার সেটাই হল। ট্রেনের ধাক্কায় লাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ রক্ষা হয়নি। জগৎবল্লভপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। পুজোর মধ্যেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া।