‘শুভেন্দু সিঁথিতে সিঁদুর পরুন, রাজীব কাকার কোটায় করে খায়’, বেলাগাম আক্রমণ কল্যাণের

মমতা যদি মুখ্যমন্ত্রীর পদ দিয়ে দিতেন তাহলে দলে থাকতেন শুভেন্দু, হাওড়া থেকে কটাক্ষ কল্যাণের

‘শুভেন্দু সিঁথিতে সিঁদুর পরুন, রাজীব কাকার কোটায় করে খায়’, বেলাগাম আক্রমণ কল্যাণের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 8:45 PM

হাওড়া: ভোট যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের আলটপকা মন্তব্য নিয়ে বিতর্কও অব্যাহত। এবার দলত্যাগী দুই নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) কে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ।

হাওড়ার জগদবল্লভপুরের সভা থেকে দুই নেতাকে কার্যত তুইতোকারি করে কল্যাণের মন্তব্য, ওরা বাবা-কাকার কোটায় করে খাচ্ছে। অন্যদের খেটে খেতে হয়। নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ককে নিশানা করে তৃণমূল সাংসদের মন্তব্য, ‘খেলা তো ওইখানেই হবে। নন্দীগ্রামে খেলবি আয় শুভেন্দু। কত বড় হিম্মত তোর দেখি।’

এখানেই না থেমে অধুনা বিজেপি নেতার সাজসজ্জা নিয়েও তীর্যক মন্তব্য করতে শোনা যায় কল্যাণকে। বলেন, ‘এখন কাঁথির একজন চুলটা পাল্টে মাঝে একটা সিঁথি করে নিয়েছে। একটু সিঁদুর দিয়ে দিলেই হল। ওই মাথার উপর আবার টুপি পরে বক্তৃতা দেয়।’ পাশাপাশি সভা থেকে শুভেন্দুকে কটাক্ষ করে তাঁর আরও মন্তব্য, তৃণমূল নেত্রী যদি ওনাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার কথা বলত তাহলে এই দলত্যাগ হত না।

এরপর শুভেন্দু ও রাজীবকে একযোগে নিশানা করে কল্যাণ বলেন, ‘দলে কতগুলো ছিল যাদের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে দেখা যেত না। মমতার জন্যই তারা বড় নেতা হয়েছে।’ দুই বিজেপি নেতাকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘কাঁথিতে মেজবাবু বাবার কোটায় আর উলুবেড়িয়ায় একজন কাকার কোটায় চলছে।’

আরও পড়ুন: ‘মেরুদণ্ডহীনদের নিয়ে মন্তব্য করব না,’ কাকে নিশানা করলেন শুভেন্দু?

আবার নিজে যে ‘খারাপ’ মন্তব্য করছেন সেটা প্রকাশ্য জনসভা কার্যত স্বীকার করে মন্তব্য, ‘আমি তো খারাপ বলছি। কিন্তু শুনতে যদি পাও রাজীব তোমায় বলছি ডোমজুড়ের মাঠে খেলা হবে। পালিয়ে যেয়ো না।’ এর আগে একাধিক সভা থেকে শুভেন্দু-রাজীবকে নিশানা করেছেন কল্যাণ। তবে তাঁর এদিনের মন্তব্য শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।