Mysterious Death: গিয়েছিল বন্ধুর সঙ্গে গল্পগুজব করতে, আটতলার ছাদ থেকে পড়ে মাটি ফুঁড়ে অর্ধেক ঢুকে গেল কিশোর

Howrah: দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পারিপার্শ্বিক দিকগুলি খতিয়ে দেখতে শুরু করেছে।

Mysterious Death: গিয়েছিল বন্ধুর সঙ্গে গল্পগুজব করতে, আটতলার ছাদ থেকে পড়ে মাটি ফুঁড়ে অর্ধেক ঢুকে গেল কিশোর
হাওড়ায় কিশোরের রহস্যমৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 7:13 PM

হাওড়া: বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিল গল্পগুজব করতে। সেখানে খাওয়া দাওয়াও করে। আর এরপরই আটতলা ওই আবাসনের ছাদ গিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। তার কিছুক্ষণ পরেই ধুপ করে একটি শব্দ। বেশ জোরে একটি শব্দ। ভারী কিছু নীচে পড়ার শব্দ। আটতলা আবাসনের ছাদ থেকে পড়ে মৃত ওই কিশোরের (Mysterious Death in Howrah) নাম গণেশ ঘোষ। বয়স ১৭। গোটা ঘটনায় যথেষ্ট রহস্যজনক। খাওয়া দাওয়ার পর কী কারণে সে ছাদে গেল? কীভাবেই বা ছাদ থেকে পড়ে গেল? সেই সব নিয়েই ঘনাচ্ছে রহস্য। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানা এলাকায়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পারিপার্শ্বিক দিকগুলি খতিয়ে দেখতে শুরু করেছে।

মৃত ওই পড়ুয়ার বাড়ি দাশনগরের বালিটিকুরি বামনপাড়া এলাকায়। আর বন্ধুর বাড়ি দাশনগরেরই ৭৪ নম্বর ভি রোডের ধারে একটি আবাসনে। দুই বাড়ির মধ্যে খুব বেশি দূরত্ব নয়। সেখানেই ছয় তলার একটি ফ্ল্যাটে গণেশের বন্ধু থাকে। মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধেয় বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিল গণেশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় গল্পগুজব করতে করতে অল্প কিছু স্ন্যাকস খেয়েছিল গণেশ। তারপর ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু ঘটে তাঁর।

যেভাবে পড়ে গিয়ে গণেশের মৃত্যু হয়েছে, তাও খুব মর্মান্তিক। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, বুধবার রাত সওয়া আটটা নাগাদ হঠাৎই উপর থেকে ভারী কিছু পড়ার একটি বিকট শব্দ পান তিনি। এরপর ছুটে গিয়ে দেখেন আবাসনের থেকে প্রায় ১০ ফুট দূরে একটি গলির ভিতর একটি কিন্ডার গার্টেন স্কুলের মাঠে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে একটি ছেলে। এরপর আরও কাছে এগিয়ে, পাঁচিল টপকে স্কুলের ভিতর ঢুকেই মর্মান্তিক দৃশ্য। দেখেন একটি সুপারি গাছের পাশে মাটির উপরে ছেলেটির অর্ধেক শরীর রয়েছে। আর পা দুটি মাঠের নরম মাটির ভিতরে গর্ত করে ঢুকে গিয়েছে।

এদিকে পুলিশও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই কিশোরের এক বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক আর টেকেনি। সেই থেকেই কি মানসিক অবসাদে আত্মঘাতী হল ওই পড়ুয়া? সেই দিকটিও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।