Bus Accident: হাওড়া স্টেশনের কাছে গঙ্গাসাগরের তিনটি বাসে পর পর ধাক্কা! তীব্র গতিতে ডিপোয় ঢুকল বেসরকারি বাস
Bus Accident in Howrah: হাওড়া ব্রিজ পার করে হাওড়া স্টেশন চত্বরে ঢোকার সময় সরকারি বাস ডিপোর কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
হাওড়া: হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন সরকারি বাস ডিপোতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস তীব্র গতিতে ঢুকে পড়ে বাস ডিপোয়। আর তারপরই একের পর এক বাসে ধাক্কা (Bus Accident)। তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবারের এই দুর্ঘটনায়। সদা ব্যস্ত হাওড়া স্টেশন। পাশেই সরকারি বাস ডিপো। প্রতিদিন বহু মানুষের ভিড় লেগেই থাকে এই চত্বরে। অল্পের জন্য বড়সড় কোনও দুর্ঘটনা এড়ানো গেলেও, শনিবারের এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই জন যাত্রীর আঘাত গুরুতর। তাঁদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘড়ির কাঁটায় তখন প্রায় বিকেল সাড়ে চারটে। হঠাৎই একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাস ডিপোয়। পরপর তিনটি বাসে ধাক্কা মারে। যদিও যে তিনটি বাসে ওই বেসরকারি বাসটি ধাক্কা মেরেছিল, সেগুলি থেকে যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। বাসগুলি ফাঁকা থাকায় বড়সড় কোনও অঘটন হয়নি। তবে শিয়ালদহ-হাওড়াগামী ২৮ নম্বর রুটের ওই বাসটির দুইজন যাত্রী গুরুতর চোট পেয়েছেন দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি বাসটি শিয়ালদহ থেকে হাওড়ার দিকে আসছিল। যাত্রী ভর্তি বাস। হাওড়া ব্রিজ পার করে হাওড়া স্টেশন চত্বরে ঢোকার সময় সরকারি বাস ডিপোর কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
সেই সময় সরকারি বাস ডিপোয় দাঁড়িয়ে ছিল গঙ্গাসাগর থেকে ফেরা একটি বাস। বেসরকারি ওই বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে গঙ্গাসাগর থেকে ফেরা ওই বাসটিতে। এরপর গঙ্গাসাগরের উদ্দেশে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আরও দু’টি সরকারি বাসকে পর পর ধাক্কা মেরে থেমে যায় বেসরকারি বাসটি। সেইসময় তিনটি বাসেই সাধারণ যাত্রী বা গঙ্গাসাগরের কোনও যাত্রী না থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। প্রসঙ্গত, এই বাস ডিপোয় গঙ্গাসাগরে যাওয়ার জন্য যাত্রীদের আলাদা শিবিরও করা হয়েছে।
হাওড়া স্টেশন চত্বরে কর্তৃব্যরত ট্রাফিক গার্ডের আধিকারিকরা ২৮ নম্বর রুটের বাসটিকে ইতিমধ্যেই আটক করেছে। ওই বাসের চালককেও হাওড়া থানায় নিয়ে গিয়েছে পুলিশ।