হাওড়ার লালবাবা কলেজে ধুন্ধুমার! অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের

Lalbaba College: রেজাল্ট অসম্পূর্ণ। তাই স্নাতকোত্তরে ভর্তি অনিশ্চিত, এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঘেরাও করলেন অধ্যক্ষকে। ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার লালবাবা কলেজে।

হাওড়ার লালবাবা কলেজে ধুন্ধুমার! অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 10:49 PM

হাওড়া: রেজাল্ট অসম্পূর্ণ। তাই স্নাতকোত্তরে ভর্তি অনিশ্চিত, এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঘেরাও করলেন অধ্যক্ষকে। ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার লালবাবা কলেজে। জানা গিয়েছে, ইংরেজি অনার্স ও কলা বিভাগের পাসে মোট ৫০ জন ছাত্রছাত্রীর চতুর্থ সেমেস্টারের ফলাফল অসম্পূর্ণ থাকায় স্নাতকোত্তরে তাঁরা ভর্তি হতে পারছেন না। এই অভিযোগ তুলে সোমবার বেলুড় লালবাবা কলেজের ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষন অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।

সোমবার দুপুরে কলেজে এই ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্যই ফলাফল অসম্পূর্ণ হয়ে রয়েছে। রিনিতা মুখোপাধ্যায় নামে এক ছাত্রী জানালেন, এ বছর জানুয়ারি মাসে চতুর্থ সেমেস্টারের ফলাফল বের হয়। কিন্তু তাতে দেখা যায় ৫০জন ছাত্রছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ। কলেজ কর্তৃপক্ষের তরফে যে অভ্যন্তরীন নম্বর দেওয়ার কথা সেটা ফাঁকা রাখা হয় রেজাল্টে। ওই ছাত্রীর কথায়, এই সমস্যা নিয়ে প্রথমে তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে যান। কর্তৃপক্ষ তাঁদের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলে। সেখানে তাঁরা বিষয়টি নিয়ে যান। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। ফলাফল অসম্পূর্ণ থাকা ছাত্রছাত্রীদের দাবি, দিনের পর দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টানাপোড়েনের শিকার হয়েছেন তাঁরা।

এক ছাত্রীর দাবি, আমরা চারমাস ধরে লড়াই করছি। চতুর্থ সেমেস্টারের ফলাফল সবারই অসম্পূর্ণ এসেছে। কলেজ বলছে এটা তাদের ভুল নয়। আবার বিশ্ববিদ্যালয়ে গেলে জানানো হয় কলেজে যেতে। তাঁরা লিখিত পরীক্ষায় নম্বর পেলেও কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্টে কোনও নম্বর পাননি। এখন কলেজের অধ্যক্ষ বলছেন, তাঁর করণীয় কিছু নেই!

এদিকে আগামী ১৫ সেপ্টেম্বর কলাবিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য ফর্ম ফিল-আপের শেষ দিন। কিন্তু রেজাল্ট অসম্পূর্ণ থাকায় এইসব ছাত্রছাত্রীদের ভর্তি অনিশ্চয়ত হয়ে পড়েছে। তাই এদিন বাধ্য হয়েই ছাত্রছাত্রীরা কলেজে অধ্যক্ষকে ঘেরাও করেন তাঁরা। কলেজের অধ্যক্ষ সঞ্জয় কুমার অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি জানান, এখানে তাঁদের কোনও গাফিলতি নেই। তাঁরা নম্বর পাঠিয়ে দিয়েছেন অনেক আগেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশমতো আবার নতুন করে পাঠানো হচ্ছে। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এই আশ্বাস পাওয়ার অবশ্য বিক্ষোভ প্রত্যাহার করেন তাঁরা।

প্রসঙ্গত, এদিনই ছাত্রী বিক্ষোভে রণক্ষেত্রের আকার নেয় দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজ। স্নাতক স্তরে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে সোমবার ব্যাপক বিক্ষোভ ছড়ায় এই এলাকায়। বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, যোগমায়া দেবী কলজে ভর্তির জন্য দ্বিতীয় তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি হতে পারছেন না তাঁরা। এই দাবি তুলে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল ছাত্রী। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি নিয়ে ডেপুটি উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সংখ্যা বৃদ্ধির কথা ভাবা হবে। অন্যদিকে যোগমায়া দেবী কলেজের অদূরে দেশবন্ধু কলেজেও ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। আরও পড়ুন: ছাত্রী বিক্ষোভে তপ্ত যোগমায়া, রাস্তায় নেমে এলেন দেশবন্ধুর পড়ুয়ারা, আগুল জ্বলল রাজভবনের সামনে