Saokat-Naushad: ‘কুঁজোর চিৎ হয়ে শোওয়ার শখ’, নওশাদকে কটাক্ষ সওকতের

পঞ্চায়েত ভোটের সময় থেকেই জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন নওশাদ। এ নিয়ে কটাক্ষ করে সওকত বলেছেন, “নওশাদ সিদ্দিকী যে বিভিন্ন জেলায় প্রচারে যাচ্ছেন তাতে কোনও লাভ হবে না। লোকসভায় ভোটে যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, সেখানেই তাদের জামানত জব্দ হবে।”

Saokat-Naushad: ‘কুঁজোর চিৎ হয়ে শোওয়ার শখ’, নওশাদকে কটাক্ষ সওকতের
সওকত ও নওশাদImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 1:08 PM

বাঁকড়া: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তীব্র কটাক্ষ করলেন ক্যানিং দক্ষিণের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। রবিবার হাওড়ার বাঁকড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি ভাঙড়ের বিধায়ককে কটাক্ষ করে বলেছেন, “কুঁজোর চিৎ হয়ে শোয়ার ইচ্ছে হয়।” অতীতের মতো রবিবার নওশাদকে জঙ্গি বলে আক্রমণ শানিয়েছেন। সওকত বলেছেন, “ক্যানিংয়ে ঢুকতে পারে না। সাধারণ মানুষ বুঝতে পেরেছে ও কত বড় জঙ্গি এবং সন্ত্রাসবাদী। শোনা যাচ্ছে ও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে দাঁড়াবেন। তবে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রচারে না আসেন তাও নওশাদ তিন লক্ষ ভোটে হারবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রচার করেন তবে তাঁর জামানত জব্দ হবে।”

পঞ্চায়েত ভোটের সময় থেকেই জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন নওশাদ। এ নিয়ে কটাক্ষ করে সওকত বলেছেন, “নওশাদ সিদ্দিকী যে বিভিন্ন জেলায় প্রচারে যাচ্ছেন তাতে কোনও লাভ হবে না। লোকসভায় ভোটে যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, সেখানেই তাদের জামানত জব্দ হবে।” গণনার শেষে নাকখত দিয়ে তিনি রাজনীতি থেকে নওশাদকে সরে যেতে হবে বলেও কটাক্ষ করেছেন তিনি।

সম্প্রতি ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্রে ৭০ হাজার বৃদ্ধ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। এ নিয়ে বিরোধীরা দুর্নীতির টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এ প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, “বিজেপির হাতে ইডি, সিবিআই, আয়কর দফতর আছে। তাঁরা প্রতিদিন তৃণমূল নেতাদের হেনস্থা করছে। তাঁরা তদন্ত করে দেখুক না কোথায় দুর্নীতি হয়েছে।”

এ নিয়ে নওশাদ সিদ্দিকী বা আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নওশাদ অতীতে একাধিকবার ভাঙড়ে বিভিন্ন সময়ে অশান্তির জন্য সওকত মোল্লাকেই দায়ী করেছিলেন।