জালে জড়াতেই ফুঁসতে শুরু করল আহত চিতাবাঘ
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। আপাতত লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা শুরু হয়েছে তার।
জলপাইগুড়ি: গাড়ির ধাক্কায় আহত চিতাবাঘ (Leopard)। ডুয়ার্সের মালবাজারের (Malbazar) ঘটনা। গুরুতর আহত অবস্থায় চিতাবাঘটি রাস্তার পাশে একটি হিউম পাইপে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি বনবিভাগের আধিকারিকরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। আপাতত লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা শুরু হয়েছে তার।
আরও পড়ুন: মধ্যরাতে কলকাতায় শাহ, অমিতের হাত ধরে আজই পদ্মাসনে অভিষেক শুভেন্দুর
ডুয়ার্সে গাড়ির ধাক্কায় হাতি, চিতাবাঘের আহত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। কিছুদিন আগেই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে লরির ধাক্কায় মৃত্য়ু হয় একটি হাতির। গত সপ্তাহে ওই একই রাস্তায় মাদারিহাট ও হাসিমারার মাঝখানে গাড়ির ধাক্কায় মৃত্য়ু হয় একটি লেপার্ড ক্যাটের।
আরও পড়ুন: তৃণমূল আদৌ ১০০ পেরোবে কিনা সন্দিহান মুকুল
এরইমধ্যে শুক্রবার রাতে মালবাজারের সোনগাছি চা বাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি আহত চিতাবাঘকে উদ্ধার করে বনদফতর। মালবাজার কলেজের কাছে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিরাট খাঁচা, জাল নিয়ে এদিন চিতাবাঘটিকে উদ্ধারে নামেন বনকর্মীরা। ভিড় জমে যায় সেখানে। লোকজনের কোলাহলে রীতিমত ফুঁসতে থাকে চিতাবাঘটি। বহু সাধ্য় সাধনার পর তাকে ঘুম পাড়ানি গুলি মেরে উদ্ধার করা হয়। এলাকার লোকজনের দাবি, বেপরোয়া গাড়ির বাড়বাড়ন্তেই নিরাপত্তা হারাচ্ছে বন্যপ্রাণ।