মমতার সভায় যাওয়ার পথে পুলিসের হাতে ‘চড়’ খেলেন তৃণমূল নেতা!
সোমবার বেলা বারোটা নাগাদ জলপাইগুড়ির সভায় যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সকাল থেকেই এলাকা কুয়াশাচ্ছন্ন থাকায় সভা শুরু হতে দেরি হয়।
জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে এক তৃণমূল নেতাকে ‘চড়’ মারল পুলিস। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির (Jalpaiguri) গোসালা মোড় এলাকা। পুলিসের সঙ্গে চলে তৃণমূল কর্মী সমর্থকদের ধস্তাধস্তি ।
সোমবার বেলা বারোটা নাগাদ জলপাইগুড়ির সভায় যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সকাল থেকেই এলাকা কুয়াশাচ্ছন্ন থাকায় সভা শুরু হতে দেরি হয়। সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা সভায় আসতে থাকেন। তৃণমূলের একটি মিছিল গোসালা মোড়ে পৌঁছতেই সমস্যা শুরু হয়।
আরও পড়ুন: ‘উত্তর’রের মন পেতে মরিয়া মমতা, জলপাইগুড়ির সভায় নজর গোটা পাহাড়ের
সেখানে মোতায়েন এক পুলিস কর্মী তৃণমূল কর্মীদের অন্য দিক দিয়ে ঘুরে সভায় যেতে বলেন। কিন্তু মিছিলের নেতৃত্বে থাকা নেতা কর্মীরা তা মানতে চান না। এই নিয়ে পুলিসের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। অভিযোগ, বচসা চলাকালীন এক পুলিস কর্মী স্থানীয় এক তৃণমূল নেতাকে চড় মারেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নেতাকর্মীদের সঙ্গে বচসা বাঁধে পুলিস কর্মীদের। পরে পুলিসের উচ্চপদস্থ কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।