গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তায় কাতরালেন ৩ বন্ধু, অবশেষে মৃত্যু
শীতকাল হওয়ার ফলে রাতে যথেষ্ট কুয়াশা ছিল। তাই অন্ধকার জনশূন্য রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ডুয়ার্স: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বন্ধু। একই মোটর বাইকে চেপে রাত্রিবেলা ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত রেডব্যাঙ্ক চা বাগানের দিকে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্বা মারে তিন বন্ধুর বাইক। দুর্ঘটনার পর রাস্তায় পড়ে কাতরাতে থাকেন বাইক আরোহী ও তাঁর দুই বন্ধু।
পরে সেই ৩১ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় অন্যান্য গাড়ির চালকরা বানারহাট থানার পুলিশকে খবর দেন। রাত ২টো নাগাদ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একথাই জানিয়েছেন বানারহাট থানার ওসি সমীর দেওসা। মেতেরা শানু প্রধান (২৮),জয় গুরুং (২৩) এবং গৌরভ কুমাল(৩০), এই ৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। প্রত্যেকেই আমবাড়ি চা বাগানের আপার লাইন ডিভিশনের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: মালদহে পৌঁছলেন নাড্ডা, আজ রাজ্যে শুরু ‘পরিবর্তন যাত্রা’
শীতকাল হওয়ার ফলে রাতে যথেষ্ট কুয়াশা ছিল। তাই অন্ধকার জনশূন্য রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগেও একাধিকবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে ওই অঞ্চলে প্রাণহানি হয়েছে বাইক আরোহীদের। স্বভাবতই, দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে বানারহাট পুলিশের তরফে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।