জমি বিবাদের জেরে বাঁশ বাগানে কুপিয়ে খুনের অভিযোগ
তবে এখনও কেউ গ্রেফতার (Arrest) হয়নি। দু'পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
জলপাইগুড়ি: জমি বিবাদকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠল ধূপগুড়িতে (Dhupguri)। জমি নিয়ে পুরনো বিবাদ রবিবার চরমে ওঠে বলে অভিযোগ। এরপরই ধারাল অস্ত্রের কোপে ৪৫ বছরের এক ব্যক্তিকে খুন হতে হয় বলে অভিযোগ। ধূপগুড়ির কুর্শামারির ঘটনা। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।
অভিযোগ, এদিন বাড়ির পাশের বাঁশ বাগানে বাঁশ কাটতে যান শ্যামাপদ বিশ্বাস। এই বাঁশ কাটা নিয়েই প্রতিবেশি সাধন বৈরাগীর সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তে তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সেই সময় সাধন একটি ধারাল অস্ত্র দিয়ে শ্যামাপদকে কোপ মারেন। পেটে কোপ বসান। রক্তে লুটিয়ে পড়েন আহত ওই ব্যক্তি।
চিৎকার শুনে ছুটে যান শ্যামাপদর ছেলে। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয় বলে অভিযোগ। এদিকে গুরুতর আহত শ্যামাপদ বিশ্বাসকে ধূপগুড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন সাধন বৈরাগীও। তাঁকেও প্রথমে ধূপগুড়ি হাসপাতাল ও পরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: দুুপুরেই ফুটফুটে ছেলের জন্ম দেন মা, সন্ধ্যা গড়াতে না গড়াতেই সর্বনাশ!
শ্যামাপদ বিশ্বাসের ছেলে প্রসেনজিতের অভিযোগ, “দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে গোলমাল। আমাদের বাড়ির জায়গার একটা অংশ জোর করে সাধন বৈরাগী নিজের বলে দাবি করে আসছিলেন। মাঝে মাঝে বাড়িতে এসে আমাদের সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এদিন গোলমালের সময় আমি বাড়ি ছিলাম না। আমার কাছে খবর আসে বাবাকে ছুরি মেরেছে। রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে আছে। আমি বাড়ি গিয়ে বাবাকে নিয়ে হাসপাতালে আনার পথেই মারা যায়।”
যদিও গুরুতর আহত সাধনের দাবি, “শ্যামাপদ বাঁশ কাটতে গিয়েছিল। আমি বাধা দিতে গেলে আমার উপরে প্রথমে হামলা করে। বাড়িতে ভাঙচুর করে। আমার বাবার জমিতে জোর করে ওরা ঘর করেছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়াও চলছিল।” তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।