Corona: দীপাবলির আগের রাত থেকেই উপচে পড়া ভিড়! মাস্কবিহীন মুখ ও সেলফির মেজাজে ভাঙল করোনা বিধি

Kali Puja: থিমে থাকছে করোনা ভাইরাস সম্পর্কে নানান সচেতনতায় বার্তা। কিন্তু সেই কারুকাজ দেখতে গিয়ে যে ভিড় বাড়ছে তাতে ফের বাড়বে না তো করোনা সংক্রমণ, প্রশ্ন তুলেছেন বিশিষ্টদের একাংশ।

Corona: দীপাবলির আগের রাত থেকেই উপচে পড়া ভিড়! মাস্কবিহীন মুখ ও সেলফির মেজাজে ভাঙল করোনা বিধি
মাস্কবিহীন মুখ আর সেলফি, সেই চেনা ছবি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 9:43 AM

ধূপগুড়ি: দুর্গাপুজো (Durga Puja) তেও লাগামছাড়া ভিড় দেখা গিয়েছিল ধূপগুড়ির (Dhupguri)-র মণ্ডপে মণ্ডপে। একই ছবি দেখা গেল কালী পুজোতেও (Kali Puja)।দীপাবলির আগের রাত থেকেই উপচে পড়া ভিড় ধূপগুড়ির কালী পুজোর মণ্ডপে-মণ্ডপে। চলছে মাস্কবিহীন মুখে সেলফি তোলার হিড়িক, জমিয়ে পেটপুজো।

ধূপগুড়িতে শ্যামা পুজো উৎসব বরাবারই দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। বিভিন্ন ক্লাব গুলি প্রতিবছরই নানা থিমের মাধ্যমে সাজিয়ে তোলে মণ্ডপ। কিন্তু বিগত দুবছর ধরে করোনা অতিমারির কারণে সেভাবে বড় পুজোর আয়োজন করেনি পুজো কমিটিগুলি। করোনা এবারও আছে। তবে এবার প্রায় প্রত্যেক পুজা কমিটি থিম পুজোর মাধ্যমে তাদের পুজোর আয়োজন করেছে। আর তাতে সাড়া দিয়ে কাতারে কাতারে দর্শনার্থী ছুটে আসছেন। এদিকে করোনার পোয়াবারো। যদিও দুর্গাপুজোর মতো কালী পুজোতেও দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা চাপিয়েছে কলকাতা হাইকোর্ট।

বুধবার রাতের পর বহস্পতিবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে ধূপগুড়ির পুজো মণ্ডপগুলিতে। ধূপগুড়ি বিগ বাজেটের পুজাগুলির মধ্যে অন্যতম বিধান সংঘ ক্লাবের পূুজো। প্রাকৃতিক পরিবেশের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিধান সংঘের ৫৯ তম শ্যামা পুজো মণ্ডপের ভেতরে প্রকৃতির বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যেমন বিভিন্ন প্রজাতির পাখি, মৌমাছির চাক, গন্ডার, হাতির বিভিন্ন ধরনের স্ট্যাচু বানানো হয়েছে। বিশ্বজুড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে এবং পরিবেশকে রক্ষার জন্য বার্তা দিতে এই থিম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। আর সেই বিপর্যয়ের থিম দেখতে করোনা বিধি ভেঙে আরেক বিপর্যয় ডেকে আনছেন না তো দর্শনার্থীরা?

তবে পুজো উদ্যোক্তারা বলছেন তাঁরা ভিড় নিয়ন্ত্রণে যথাসাধ্য করছেন। সবাইকে মাস্ক পরে দূরত্ববিধি বজায় রেখে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে বলছেন। উদ্যোক্তাদের দাবি,  ধূপগুড়িতে শ্যামা পুজো উৎসব বরাবরই দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। তাই ভিড় তো একটু হবেই।

“প্রাকৃতিক পরিবেশ” থিমের মাধ্যমে, দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দিতে চাইছে একটি পুজো কমিটি। যার মধ্যে থাকছে পরিবেশ সম্পর্কে নানা সচেতনতা এবং পরিবেশকে কীভাবে সুরক্ষিত ও দূষণমুক্ত করে রাখা যায় তার নানা কারুকার্য। থাকছে করোনা ভাইরাস সম্পর্কে নানান সচেতনতায় বার্তা। কিন্তু সেই কারুকাজ দেখতে গিয়ে যে ভিড় বাড়ছে তাতে ফের বাড়বে না তো করোনা সংক্রমণ, প্রশ্ন তুলেছেন বিশিষ্টদের একাংশ।

উল্লেখ্য, কালীপুজো, জগদ্ধাত্রী, কার্ত্তিক পুজোতেও দর্শনার্থীরা যাতে ভিড়  না করেন তার নির্দেশ রয়েছে হাইকোর্টের। শুধু মাস্ক বা ডাবল ভ্যাকসি্ন হলেই ছাড়পত্র হতে পারে না। সাধারণ মানুষের নিজেদেরও দায়িত্ব থাকবে। ছোট-বড় প্যান্ডেলে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী ছাড়া প্রবেশ করা যাবে না। বুধবার সাফ জানিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: Pig Death: অজানা রোগে একের পর এক শুয়োরের মৃত্যু! করোনা আবহে সোয়াইন ফ্লু আতঙ্ক গ্রাস করছে জলপাইগুড়িকে