AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ছদ্মবেশটা ধরতে পারেনি, রেঞ্জ অফিসারের কাছে চিতল হরিণের সিং বেচতে এসে গ্রেফতার ২

Jalpaiguri: বন দফতর সূত্রে খবর, সোমবার রাতে বৈকণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হকের কাছে গোপন সূত্রে খবর একটি খবর আসে। রাজগঞ্জের ফাঁড়াবাড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে কিছু চিতল হরিণের শিং আনা হয়েছে বলে জানা যায়।

Jalpaiguri: ছদ্মবেশটা ধরতে পারেনি, রেঞ্জ অফিসারের কাছে চিতল হরিণের সিং বেচতে এসে গ্রেফতার ২
ঘটনায় শোরগোল বনকর্মীদের মধ্যে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 10:09 PM
Share

জলপাইগুড়ি: ফের বড়সড় সাফল্য পেল বৈকণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। প্রাণীর দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে উদ্ধার হরিণের শিং। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। সূত্রের খবর, এদিন কার্যত সিনেম্যাটিক কায়দায় অভিযানে নামেন বৈকণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হক। ছদ্দবেশে থাকা রেঞ্জ অফিসারের কাছে মোটা টাকায় হরিণের শিং বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই পাচারকারী। সূত্রের খবর, উদ্ধার করা হয়েছে ৬টি চিতল হরিণের শিং। একইসঙ্গে যে বাইকটিকে পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে সেটিকেও বাজেয়াপ্ত করেছেন বনকর্মীরা। 

বন দফতর সূত্রে খবর, সোমবার রাতে বৈকণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হকের কাছে গোপন সূত্রে খবর একটি খবর আসে। রাজগঞ্জের ফাড়াবাড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে কিছু চিতল হরিণের শিং আনা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ খবর পাওয়া মাত্রই ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েন তিনি। তাঁকে দেখে কোনও সন্দেহই হয়নি পাচারকারীদের। হরিণের সিং নিয়ে আসতেই বমাল পচারকারীদের ধরে ফেলেন তিনি। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের সঙ্গে আর কারা কারা যুদ্ধ রয়েছে সে বিষয়গুলি জানার চেষ্টা করা হচ্ছে। এদিনই ধৃতদের তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে।

রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন, কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম স্থানীয় একটি পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। গতকাল গোপন সূত্রে আমাদের কাছে পাচারের একটি খবর আসে। সেই খবরের ভিত্তিতে আমরা ক্রেতা সেজে অভিযান চালাই। গ্রেফতার করা হয় ২ জনকে। এরা প্রত্যেকেই রাজগঞ্জের ফাঁড়াবাড়ি এলাকার বাসিন্দা। এর পেছনে একটি বড়সড় চক্র রয়েছে বলে আমাদের সন্দেহ। টিমের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে।