গঙ্গার মাছ থেকে মুখ ফিরিয়েছে বাঙালি, বাজার কাঁপাচ্ছে ট্যাংরা-বোরোলি

বোরোলি, ট্যাংড়া, বাটা, তেলাপিয়া, সিঙ্গি, কই, চিংড়ির চাহিদা রয়েছে বাজারে (Fish Market)।

গঙ্গার মাছ থেকে মুখ ফিরিয়েছে বাঙালি, বাজার কাঁপাচ্ছে ট্যাংরা-বোরোলি
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 9:34 AM

জলপাইগুড়ি: গঙ্গায় লাশ ভেসে আসার ভিডিয়ো ভাইরাল হতেই মাছ বাজারে (Fish Market) তার প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন ধূপগুড়ি বাজারের অনেকেই মাছের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। তবে স্থানীয় পুকুরে চাষ করা মাছের চাহিদা রয়েছে বাজারে।

করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্য থেকে। এমন খবর সোশ্যাল মিডিয়ার চাউর হতেই আতঙ্ক বেড়েছে রসনাপ্রিয় বাঙালির মনেও। মাছ কিনতে চাইছেন না অনেকেই। স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে বাজারেও। বড় মাছ খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে কুরুচিকর মেসেজ, গ্রেফতার ‘বিজেপি কর্মী’

তবে পুকুরের মাছের চাহিদা কিন্তু কিছুটা রয়েছে বলেই দাবি মাছ ব্যবসায়ীদের। বোরোলি, ট্যাংরা, বাটা, তেলাপিয়া, সিঙ্গি, কই, চিংড়ির চাহিদা রয়েছে বাজারে। ধূপগুড়ি বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় দাসের কথায়, “বড় মাছ কেনা বেচা নেই। তাই অনেকেই দোকান গুটিয়ে ফেলেছে। আগে তাও বড় মাছ বিক্রি হচ্ছিল। ইদানিং সেসবও কিনতে চাইছেন না ক্রেতারা। বদলে স্থানীয় মাছের চাহিদা রয়েছে। বোরোলি, ট্যাংড়া বাজারে আনার আগেই শেষ।”