Jalpaiguri TMC: অভিষেকের সফরের আগেই চা বলয়ে ধস, পদত্যাগ করলেন চার তৃণমূল নেতা
Jalpaiguri: শনিবার জলপাইগুড়ি বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সভাপতি তথা বর্তমান বানারহাট ব্লক কমিটির সদস্য স্বপন রায়,তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা ব্লক কমিটির সদস্য অরুণ রাম, বিন্নাগুড়ি অঞ্চল কমিটির সহ-সভাপতি সোলে মুণ্ডা,বিন্নাগুরি অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি গৌতম রাউত নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা পত্র পাঠিয়েছেন।
বানারহাট (জলপাইগুড়ি): উত্তরবঙ্গ (NorthBengal) সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই চা বলয়ে তৃণমূলের ধস। পদত্যাগ করলেন বানারহাট ব্লক ও অঞ্চল কমিটির চার পদে থাকা নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্য। বিজেপির হুঁশিয়ারি, আগামী রবিবার জলপাইগুড়ি জেলা তৃণমূলে ধস নামবে। শুধু বানারহাট ব্লক নয়,জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের ভাঙন হচ্ছে এবং হবে।
শনিবার জলপাইগুড়ি বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সভাপতি তথা বর্তমান বানারহাট ব্লক কমিটির সদস্য স্বপন রায়,তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা ব্লক কমিটির সদস্য অরুণ রাম, বিন্নাগুড়ি অঞ্চল কমিটির সহ-সভাপতি সোলে মুণ্ডা,বিন্নাগুরি অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি গৌতম রাউত নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা পত্র পাঠিয়েছেন। তবে ঠিক কী কারণে এই চারনেতা ইস্তফা দিয়েছেন তা থেকে শুরু হয়েছে গুঞ্জন। যদিও বিন্নাগুরি অঞ্চল এবং বানারহাট ব্লক নেতৃত্ব জানিয়েছে চারজন একসঙ্গে পদত্যাগ করেছেন। দলবদল করেননি। এদের সকলের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রত্যেকের অভাব অভিযোগ শোনা হবে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয় প্রসাদকে প্রশ্ন করা হলে বলেন, “যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা তাঁদের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেউ দল দলত্যাগ করেনি। সকলের সঙ্গেই কথা হচ্ছে। দলীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করে বসে মিটিয়ে নেওয়া হবে।” বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং বলেন, “স্বপন রায় ছিলেন ব্লক কমিটির সদস্য,অরুণ রাম পঞ্চায়েত ও ব্লক কমিটির সদস্য, সোলে মুণ্ডা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট,গৌতম রাউত অঞ্চলের কার্যকরী সভাপতি। এরা চারজন কোনও দলে যোগদান করেননি, শুধুমাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদের সঙ্গে আগেও কথা বলেছিলাম এরা আবার আমার সঙ্গে বসবে। একটু ভুল বোঝাবুঝির কারণে এসব হয়েছে। এনারা এখনও তৃণমূলে আছেন।
অন্যদিকে, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “শুধু বানারহাট ব্লক নয়,জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের ভাঙন হচ্ছে এবং হবে। তৃণমূলের অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্যরা আমাদের বিজেপিতে শামিল হচ্ছে। যাঁরা স্বচ্ছ ভাবমূর্তির তাদের আমরা যোগদান করাচ্ছি।”