Government Hospital: সরকারি হাসপাতালে আপনার জন্য কত খরচ করছে সরকার? টাকা না দিলেও মিলবে জিরো ব্যালেন্স বিল
Government Hospital: শনিবার দুপুরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার।
জলপাইগুড়ি: সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ডিসচার্জ সার্টিফিকেটের সঙ্গে মিলবে একটি বিল। মোটা টাকার বিল দেখে আপনি ভিড়মি খেতেই পারেন। কিন্তু, চিন্তার কোনও কারণ নেই। বিল মেটাবে স্বাস্থ্য দফতর। কিন্তু বিল দেখে আপনি জানতে পারবেন আপনার জন্য স্বাস্থ্য দফতরের কোষাগার থেকে কত টাকা খরচ হল। উত্তরবঙ্গের হাসপাতালে এই প্রথম শূন্য বিল পলিসি চালু হল।
সরকারি হাসপাতালে রোগীরা ভর্তি হন। পরিষেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু, সেই রোগীর পিছনে চিকিৎসার জন্য কত টাকা খরচ হল তা কেউ জানতে পারে না। এমনকি রোগী নিজেও জানতে পারেন না কত টাকা সরকারি কোষাগার থেকে খরচ হল। এবার থেকে রোগীরা তা জানতে পারবেন। কিন্তু সেই বিল তাঁকে দিতে হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে এই প্রথম চালু হল শূন্য বিল পরিষেবা।
শনিবার দুপুরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ অনেকে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ কিছু রোগীর হাতে জিরো ব্যালেন্স বিল ও গাছের চারা তুলে দেওয়া হয়।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায় জানান, উত্তরবঙ্গে এই প্রথম শূন্য বিল পলিসি চালু হল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এর আগে দক্ষিণবঙ্গে বিভিন্ন হাসপাতালে চালু হলেও উত্তরবঙ্গে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল দিয়ে উত্তরবঙ্গে এই প্রথম চালু হল। গত কয়েকবছর ধরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এগিয়ে থাকে। তাই এই হাসপাতাল দিয়ে শূন্য বিল পলিসির সূচনা হল। এর মাধ্যমে রোগীরা জানতে পারবেন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সরকার তাঁদের জন্য কত টাকা খরচ করল।