Leopard: মালবাজারে চিতাকে বাগে আনতে গুলি করে মারলেন বনকর্মীরা
Leopard: ঘটনাস্থল জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা এলাকা। জানা গিয়েছে, শনিবার চা বাগানের জলসেচের কাজ করতে গিয়েছিলেন এক শ্রমিক। সেই সময় চিতাটি আক্রমণ করে তাঁকে। গুরুতর জখম হন তিনি।
মালবাজার: মৃত্যু হল এক চিতাবাঘের। অভিযোগ, বন দফতরের অস্থায়ী কর্মীদের গুলিতে মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর, দুই অস্থায়ী কর্মীর মধ্যে প্রথমে একজন ছররা গুলি ছোড়ে। তারপর অপরজন চালায় আরও একটি গুলি। আর সেই গুলির জেরেই মৃত্যু হয়েছে চিতাটির।
ঘটনাস্থল জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা এলাকা। জানা গিয়েছে, শনিবার চা বাগানের জলসেচের কাজ করতে গিয়েছিলেন এক শ্রমিক। সেই সময় চিতাটি আক্রমণ করে তাঁকে। গুরুতর জখম হন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বনদফতরকে। বনকর্মীরা তড়িঘড়ি পৌঁছয় ঘটনাস্থলে। উত্তেজিত জনতাকে সরাতে আসরে নামতে হয় মালবাজার পুলিশকে।
এ দিকে, ততক্ষণে আবার চিতার হামলায় আহত হন আরও চারজন। তার মধ্যে দুজন উচ্চ-মাধ্যমিকের পড়ুয়া বলেও জানা গিয়েছে। এরপরই উত্তেজিত জনতা লাঠি-বাঁশ নিয়ে চিতাটিকে মারতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক দেখে ডাকা হয় ট্রাংকুলাইজার টিম। অভিযোগ, তারা আসতে দেরি করায় পরিস্থিতি সামাল দিতে ছররা গুলি ছোড়েন বনকর্মীরা। তখনই নেতিয়ে পড়ে চিতাটি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। চিকিৎসকরা চিতাটিকে মৃত বলে ঘোষণা করেন। বন দফতর সূত্রে খবর, যে দুজন অস্থায়ী কর্মী গুলি চালিয়েছেন তাঁদের মধ্যে একজনের নাম স্যামুয়েল হক। অপরজনের নাম জানা যায়নি। এই বিষয়ে জলপাইগুড়ি ওয়াইলড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “গুলি চলেছে শুনেছি। তার জন্যই চিতা বাঘের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই সবটা বলা যাবে।”