Jalpaiguri Death: মাথা ভর্তি সিঁদুর, শ্বশুরবাড়ির বাথরুমে পড়ে মেয়ে, কারণ জানার পর কান্না থামছে না বাবা-মায়ের
jalpaiguri: পরিবার সূত্রে খবর, মৃতের নাম তিতলি সরকার (১৭)। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জলপাইগুড়ি: প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। দুই বাড়ি থেকেই সবাই সবটা মেনে নিয়েছিল। তবে বয়স না হওয়ার কারণে বিয়ে হয়নি তাদের। কিন্তু এই সবের মধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। অস্বাভাবিক মৃত্যু হল নাবালিকা প্রেমিকার। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, মৃতের নাম তিতলি সরকার (১৭)। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাবালিকার মায়ের দাবি, তাঁর মেয়ের বিয়ে হয়নি। তবে দেহ উদ্ধারের সময় মৃতের মাথায় সিঁদুর লক্ষ্য করা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন এলাকার বাসিন্দা গোপাল সরকার। তাঁর মেয়ে তিতলি সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারির বাসিন্দা সঞ্জয় সরকার। সঞ্জয়ের বাবার নাম নিরঞ্জন সরকার। ছেলে সঞ্জয় সরকার। যদিও বয়স না হওয়ার কারণে তাদের বিয়ে হয়নি। তবে তাতে রাজি হয়নি তিতলি। সেই কারণে তিতলিকে সিঁদুর পরিয়ে দেয় সঞ্জয়। যদিও এরপর থেকে বাবার বাড়িতেই থাকত তিতলি। তবে অনুষ্ঠান বা অন্যান্য সময় তিতলি তাঁর শ্বশুরবাড়িতে আসে। অন্তত এমনটাই দাবি পরিবারের।
সূত্রের খবর, গত পাঁচ দিন আগে তিতলি তার শ্বশুরবাড়িতে এসেছিল। এরপর গতকাল সন্ধ্যায় বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় সে। তার শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে-সঙ্গে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসে তিতলির পরিবারের সদস্যরা।কান্না ভেজা গলায় তিতলির মা জানায়, “মেয়ের বিয়ে হয়নি। সে কুর্শামারিতে আত্মীয়ের বাড়িতে এসেছিল। বাথরুমে গিয়ে পড়ে যায়।” এদিকে খবর পাওয়া মাত্র ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে যায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।